ZenBook 13 ও Vivobook S14 সহ ভারতে সস্তায় ৬টি ল্যাপটপ লঞ্চ করলো Asus

তাইওয়ানের জনপ্রিয় কম্পিউটার নির্মাতা Asus, আজ ভারতের বাজারের জন্য একটি নতুন কনসিউমার ল্যাপটপ রেঞ্জের ঘোষণা করেছে, যার অধীনে মোট ছয়টি নতুন ল্যাপটপ লঞ্চ হয়েছে। এই ল্যাপটপগুলির মধ্যে একটি ZenBook এবং পাঁচটি Vivobook ডিভাইস রয়েছে যা Asus ZenBook 13, Vivobook S14, Vivobook Ultra K14/K15, Vivobook Flip 14, Vivobook 15 এবং Vivobook 17 নামে বাজারে উপলব্ধ হবে। এই ল্যাপটপগুলির প্রতিটিতেই AMD Ryzen 5000 U সিরিজের প্রসেসর বর্তমান। আবার ZenBook 13-এ সংস্থাটি OLED ডিসপ্লে সরবরাহ করেছে যা দেশের অন্য কোনো ল্যাপটপে আপাতত দেখা যায়নি। আসুন এই নতুন Asus ল্যাপটপগুলির অন্যান্য স্পেসিফিকেশন এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Asus Zenbook 13 OLED-র স্পেসিফিকেশন

আগেই বলেছি ব্র্যান্ডের নতুন ZenBook ল্যাপটপে OLED ডিসপ্লে থাকবে; এই ডিসপ্লেতে প্যানটোন ভ্যালিডেশনের সাপোর্ট করবে, যারফলে স্ক্রিনে উন্নত এবং নিখুঁত মানের রং প্রদর্শন করবে। এক্ষেত্রে ল্যাপটপটিতে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলের সুবিধা পাওয়া যাবে এবং এটির ওজন হবে ১.১ কেজি। এছাড়াও এই ল্যাপটপে ৬৭ ওয়াট আওয়ার ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি রয়েছে যা ফুল চার্জে ১৬ ঘন্টা অবধি চলবে বলে নির্মাতা সংস্থার দাবি। অন্যান্য ফিচারের কথা বললে, এটি AMD Ryzen 5000 U সিরিজের প্রসেসরের সাহায্যে চলে যা সংস্থার 7nm (৭ ন্যানোমিটার) ফ্যাব্রিকেশন প্রক্রিয়াতে নির্মিত। তদুপরি, ল্যাপটপটিতে Asus-এর ওয়াইফাই মাস্টার প্রযুক্তি রয়েছে, যা রাউটার থেকে উল্লেখযোগ্য দূরত্বে থাকা সত্ত্বেও উন্নত মানের ভিডিও স্ট্রিমিং করতে সাহায্য করবে।

Asus Vivobook S14-র স্পেসিফিকেশন

এই Vivobook ল্যাপটপটিতে পাতলা এবং হালকা ডিভাইসগুলির জন্য ব্যবহৃত AMD Ryzen চিপ উপলব্ধ। তবে এই চিপ কোনোমতেই Apple-এর ARM-ভিত্তিক M1 চিপসেটের মত হবেনা। এছাড়া এই ল্যাপটপে অত্যধিক পাতলা বেজেল দেখা যাবে যা ৮০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট দেবে। পাওয়া যাবে ফুল-এইচডি রেজোলিউশনও।

Asus Vivobook Ultra K14/K15-র স্পেসিফিকেশন

VivoBook Ultra K14/K15 ল্যাপটপটি AMD Ryzen 7 5700U প্রসেসরে চালিত হবে, যার ক্লক স্পিড হবে ৪.৩ গিগাহার্টজ। এতে AMD-র র‌্যাডিয়ন গ্রাফিক্সও পাওয়া যাবে, যা ১৫% উন্নত গ্রাফিকাল পারফরম্যান্স দেবে বলে সংস্থার দাবি। অন্যদিকে গ্রাহকরা এতে ৮ জিবি র‌্যাম এবং PCIe SSD স্টোরেজ পাবেন। ল্যাপটপটি ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি ভ্যারিয়েন্টে বিক্রি হবে।

Asus VivoBook Flip 14-এর স্পেসিফিকেশন

এই ল্যাপটপটি তেও উল্লিখিত একই চিপসেট ব্যবহার করা হয়েছে, তবে এটি রূপান্তরযোগ্য ফর্ম ফ্যাক্টর সরবরাহ করে, যার ফলে এটি অত্যন্ত নমনীয় অভিজ্ঞতা প্রদান করবে। VivoBook Flip 14-এ ১৩ ইঞ্চি চ্যাসিসের সাথে মোট ১৪ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে যা মোট ৮০% স্ক্রিন-টু-বডি রেশিওর অনুমতি দেয়। এছাড়া এতে রয়েছে টাচ-এনাবেল ডিসপ্লে সাপোর্টও।

Asus VivoBook 15 এবং Vivobook 17-এর স্পেসিফিকেশন

এই Vivobook ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি এবং টু-সাইডেড ডিসপ্লে সহ এসেছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৩%। অন্যদিকে Vivobook 17-এ ৮৫% স্ক্রিন-টু-বডি রেশিও দেখা যাবে। এবং থাকবে এগ্রোলিফ্ট (EgroLift) কব্জা যার সাহায্যে ইউজাররা আরামসে কীবোর্ডে টাইপ করতে পারবেন।

Asus ল্যাপটপগুলির দাম এবং প্রাপ্যতা

আগ্রহীদের জানিয়ে রাখি, Asus ZenBook 13 ল্যাপটপটির দাম ধার্য করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং VivoBook S14 ডিভাইসটি ৬৫,৯৯০ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে VivoBook Ultra K14/K15 কিনতে গেলে ৫৮,৯৯০ টাকা ব্যয় করতে হবে। আবার VivoBook Flip 14 এবং VivoBook 15 কিনতে চাইলে যথাক্রমে ৫৯,৯৯০ টাকা এবং ৫৪,৯৯০ টাকা দাম পড়বে; যেখানে VivoBook 17 বিক্রি হবে ৬২,৯৯০ টাকায়। এক্ষেত্রে সমস্ত ল্যাপটপগুলিই অফলাইনে কেনা যাবে, তবে VivoBook 17 মডেলটি অনলাইনে Flipkart-এর মাধ্যমেও বিক্রি হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন