অনলাইনে নতুন আবেদন সহ ভোটার আইডি কিভাবে ডাউনলোড করবেন

অতিমারির আগেই এনআরসি-সিএএ নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। একদিকে ভারতীয় নাগরিক হিসেবে যথেষ্ট প্রমাণ দাখিলের সরকারি নির্দেশ, অন্যদিকে ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’র মতো আগুন ঝরানো প্রত্যুত্তর। এই অবস্থায় দাঁড়িয়ে আজ নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রগুলির মূল্য অনেকটা বেড়ে গিয়েছে। আপনার বহুব্যবহৃত ভোটার আইডি কার্ডটিও তার ব্যতিক্রম নয়। এই প্রতিবেদনে আমরা আপনাকে সেই সমস্ত পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যা জানা থাকলে আপনি খুব সহজে অনলাইনেই নতুন ভোটার আইডির জন্য রেজিস্ট্রেশন এবং ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন। নীচে পরপর পদ্ধতিগুলি উল্লেখ করা হল।

১। ভোটার আইডি রেজিস্ট্রেশন ও ডাউনলোডের জন্য প্রথমে আপনাকে NVSP (www.nvsp.in) পোর্টাল ওপেন করতে হবে।

২। এরপর নতুন ভোটার হিসেবে নাম দাখিলের জন্য Registration Link এ ক্লিক করতে হবে।

৩। এবার নিজের বিষয়ে যাবতীয় তথ্য যেমন নাম, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা এবং আবাসগত তথ্য সমস্ত কিছু যথাযথভাবে দাখিল করতে হবে।

৪। এরপর আপনাকে পরিবার বা কোন নিকটাত্মীয়ের ব্যক্তিগত তথ্য এবং ভোটার আইডি বিবরণী দাখিল করতে বলা হবে। সেই নিকটাত্মীয়ই আপনার ভোটার আইডির নিশ্চিতকরণের ক্ষেত্রে যাবতীয় সাক্ষ্য বহন করবেন।

৫। এরপর আপনাকে ঠিকানার বৈধতা প্রমাণের জন্য উপযুক্ত শংসাপত্র দাখিল করতে হবে। ভোটার হিসেবে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

৬। এরপর NVSP কর্তৃপক্ষ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ই-মেইলে একটি অ্যাপ্লিকেশন নম্বর প্রেরণ করবে। এর মাধ্যমে যে কোন সময় আপনি আপনার অ্যাপ্লিকেশনটির বাস্তব অবস্থা সম্পর্কে যাবতীয় বিবরণ পেয়ে যাবেন।

৭। অ্যাপ্লিকেশনটি বৈধতা পেলে আপনি NVSP পোর্টাল থেকে খুব সহজেই আপনার নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

মনে রাখতে হবে নতুন ভোটার হিসেবে অ্যাপ্লিকেশনের জন্য কমপক্ষে ১৮ বছর বয়সী হতেই হবে। নতুন কার্ড হাতে পেলে আপনি এর মারফত নিজের সিরিয়াল নম্বরটিও জানতে পারবেন। আপনার কাছে নতুন ভোটার আইডি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিটি পদক্ষেপে একজন বুথ লেভেল অফিসার আপনাকে সহায়তা করবেন।