Apple এর সবচেয়ে কম বিক্রি হওয়া মডেলই বিশ্বের বেস্ট সেলিং ফোনের লিস্টে নাম তুলল

অ্যাপল (Apple) গত বছর সেপ্টেম্বরে নতুন iPhone 14 Plus স্মার্টফোনটির সাথে তাদের ‘Plus’ সিরিজটিকে পুনরায় বাজারে ফিরিয়ে এনেছে। আর লাইনআপ থেকে বাদ পড়েছে কমপ্যাক্ট ‘Mini’ মডেল। ৬.৭ ইঞ্চির 14 Plus এ বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে বেশ ভালই বিকিয়েছে। যদিও এখন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, iPhone 14 Plus বছরের প্রথম তিন মাসে কোম্পানির সবচেয়ে কম বিক্রিত মডেল ছিল, যার বিক্রি অ্যাপলের বিন্দুমাত্র প্রত্যাশা ছুঁতে পারেনি। তবে, গ্রাহকরা মডেলটিকে সে পরিমাণ গ্রহণ না করা সত্ত্বেও, iPhone 14 Plus এখনও সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোনের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আসুন তাহলে এই মডেলের দুর্বল বিক্রয়ের পিছনের কারণগুলি এবং কীভাবে এটি সেরা বিক্রি হওয়া হ্যান্ডসেটগুলির মধ্যে একটি হতে পেরেছে, তা দেখে নেওয়া যাক।

iPhone 14 Plus কত ইউনিট বিক্রি হল

টেকএক্সক্লুসিভ দাবি করেছে যে, আইফোন ১৪ প্লাস চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ইউনিটের ডিসপ্লে প্যানেল শিপমেন্ট রেকর্ড করেছে, যেখানে আইফোন ১৩-এর ক্ষেত্রে সংখ্যাটি একই ৪০ মিলিয়ন ইউনিট। এটি ইঙ্গিত করে যে মডেলটি অ্যাপলের বিক্রয় প্রত্যাশা পূরণ করেনি।

দূর্বল গ্রহণযোগ্যতা

আইফোন ১৪ প্লাস-এর দুর্বল বিক্রির একাধিক কারণ রয়েছে যেমন, সাপ্লাই চেইন সমস্যা, ফিচারের অভাব এবং সফ্ট হলিডে সেল। এছাড়া, দ্য ভার্জ দাবি করেছে যে আইফোন ১৪ প্রো সরবরাহের সমস্যাগুলি হলিডে শপিং সিজনের মুনাফা কমিয়ে দিয়েছে। ফোর্বসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আইফোন ১৪ সিরিজের অন্যান্য মডেলের তুলনায় প্লাস মডেলটিতে ফিচারের অভাবের কারণে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

সেল র‌্যাঙ্কিং

প্রত্যাশার চেয়ে কম বিক্রয় হওয়া সত্ত্বেও, iPhone 14 Plus এখনও সবচেয়ে বিক্রি হওয়া হ্যান্ডসেট হিসাবে ষষ্ঠ স্থানে রয়েছে। অ্যান্ড্রয়েড অথোরিটির মতে, আশানুরূপ ভাবে অ্যাপলের আইফোনগুলি শীর্ষস্থানগুলিতে অবস্থান করছে, কারণ iPhone 14 Pro Max, iPhone 14 Pro, iPhone 14 এবং iPhone 13 যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে৷ সেখানে iPhone 14 Plus ষষ্ঠ এবং iPhone 12 অষ্টম স্থানটি দখল করতে পেরেছে৷ স্যামসাং (Samsung)-এর ছয়টি ডিভাইসের নামও তালিকায় রয়েছে। যার মধ্যে Galaxy S23 Ultra পঞ্চম স্থানে অবস্থান করছে।