Swiggy-র পরে ড্রোন মারফত গ্রামাঞ্চলে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে Blue Dart

দিনকয়েক আগেই খবর পাওয়া গিয়েছিল যে, ANRA Technologies-এর সাথে যৌথ উদ্যোগে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ, Swiggy খাদ্য ছাড়াও চিকিৎসা সামগ্রী আকাশপথে ড্রোনের মাধ্যমে ডেলিভারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ড্রোন ব্যবহার করে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন এবং অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য Swiggy-র পথ অনুসরণ করল ভারতের শীর্ষস্থানীয় এক্সপ্রেস লজিস্টিকস সার্ভিস প্রোভাইডার, ব্লু ডার্ট (Blue Dart), এবং এর জন্য সংস্থাটি ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসোর্টিয়াম (Blue Dart Med-Express Consortium) গঠন করেছে।

যারা জানেন না তাদের বলে রাখি, Blue Dart তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum), নীতি আয়োগ (Niti Aayog), এবং হেলথনেট গ্লোবাল (Healthnet Global) কর্তৃক শুরু হওয়া মেডিসিন অফ স্কাই (Medicine of Sky) উদ্যোগের একটি অংশ। এই উদ্যোগটি ড্রোন ডেলিভারির জন্য Dunzo-কেও যুক্ত করেছে। তেলেঙ্গানা সরকারের ITE&C বিভাগের প্রধান সচিব আইএএস জয়েশ রঞ্জন জানিয়েছেন, দেশে ড্রোনের মাধ্যমে হেলথকেয়ার সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে গঠিত হওয়া সকল প্রোগ্রামগুলির মধ্যে মেডিসিন অফ স্কাই অন্যতম। মূলত গ্রামাঞ্চলে যথাযথভাবে হেলথকেয়ার সার্ভিস সরবরাহ করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

Blue Dart-এর এই নতুন প্রজেক্ট যে সমাজের বহু হিতকর কল্যাণসাধন করবে সে ব্যাপারে নিশ্চিত এবং প্রতিশ্রুতিবদ্ধ সংস্থার সিএমও এবং প্রধান কেতন কুলকার্নি। তিনি জানিয়েছেন, কনসোর্টিয়ামের লক্ষ্য নিরাপদে এবং কম খরচায় প্রত্যন্ত অঞ্চলে ড্রোন মারফত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। এই কাজের দায়িত্ব পেয়ে সংস্থাটি অত্যন্ত আনন্দিত, তবে এই সকল কার্যাবলীকে বাস্তবায়িত করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে। প্রকৃতপক্ষেই এই ধরনের প্রজেক্টগুলি বাস্তবায়িত হলে সাম্প্রতিক COVID-19 পরিস্থিতিতে ভারতের গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকেরা ওষুধের মতো কিছু প্রয়োজনীয় জিনিসের অ্যাক্সেস খুব সহজেই পেয়ে যাবেন, এবং ড্রোন টেকনোলজি সমাজের জন্য একটি আশীর্বাদরূপে পরিগণিত হবে।

Blue Dart ছাড়াও ইতিমধ্যেই Swiggy এবং Dunzo খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর জন্য ড্রোন ডেলিভারি ট্রায়াল শুরু করেছে। আগেই বলেছি, ড্রোন ডেলিভারির জন্য ANRA Technologies-এর সাথে হাত মিলিয়েছে Swiggy। এবং এই প্রসঙ্গে আশাজনক খবরটি হল, ANRA Technologies প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence বা MoD), বিমান পরিবহণ অধিদপ্তর (Directorate General of Aviation বা DGCA), এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (Ministry of Civil Aviation) কাছ থেকে ভারতে বিয়ন্ড ভিজ্যুয়াল লাইন অফ সাইট (BVLOS) অপারেশনের জন্য ট্রায়াল শুরু করার চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন