সমস্যায় জেরবার নতুন আইফোন, এবার iPhone 14 Pro -তে ক্যামেরা সমস্যা

Apple চলতি মাসের শুরুতে তাদের বহুল প্রত্যাশিত iPhone 14 ফ্ল্যাগশিপ সিরিজটি বিশ্ববাজারে উন্মোচন করেছে। কিন্তু এই লেটেস্ট হ্যান্ডসেটগুলিতে কিছু বাগ (Bug)-এর কারণে ফেসটাইম (FaceTime) এবং আইমেসেজেস (iMessages)-এর মতো সিস্টেম অ্যাপগুলি ব্যবহার করার সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে, যা ব্যবহারকারীদের আইফোন চালানোর মসৃণ অভিজ্ঞতায় ব্যাঘাত ঘটাচ্ছে। অ্যাপলও এই সমস্যাগুলি স্বীকার করে তাদের ওয়েবসাইটের সাপোর্ট পেজে এগুলিকে তালিকাভুক্ত করেছে। বলা হচ্ছে, লেটেস্ট সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাগুলি দূর হবে। তবে এখন, একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, হাই-এন্ড iPhone 14 Pro মডেলগুলির ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

iPhone 14 Pro সিরিজের মডেলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার সময় ক্যামেরা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু ব্যবহারকারী

অ্যাপলইনসাইডার (AppleInsider)-এর একটি নতুন রিপোর্ট অনুসারে, বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবহারকারীরা তাদের নতুন আইফোন ১৪ প্রো সিরিজের ডিভাইসগুলির ক্যামেরা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স সিরিজের রিয়ার প্যানেলে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা মসৃণ ভিডিও ক্যাপচারের জন্য একটি অ্যাকশন মোড অফার করে। কিন্তু, দেখা যাচ্ছে কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এই নতুন ক্যামেরা সেন্সরটি ব্যবহার করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে।

জানিয়ে রাখি, বর্তমান আইফোন লাইনআপের প্রো মডেলগুলির একাধিক ব্যবহারকারীরা লক্ষ্য করছেন যে, যখন তারা ইনস্টাগ্রাম (Instagram), টিকটিক (TikTok) এবং স্ন্যাপচ্যাট (Snapchat)-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি ব্যবহার করছেন তখন ক্যামেরা মডিউলটি কাঁপছে। এই ক্যামেরা সমস্যাটি ফোনে ক্যাপচার করা ভিডিওগুলিকে খুব অস্থিতিশীল করে তুলছে। এর ফলে, সোশ্যাল মিডিয়ায় এই ক্যাপচার করা ভিডিওগুলি ব্যবহার করতে পারছেন না ইউজাররা৷ এই সমস্যার অভিযোগ সামাজিক খবরের ওয়েবসাইট এবং ফোরাম রেডিট (Reddit)-এও পৌঁছেছে এবং সাইটে একই বাগ সংক্রান্ত একাধিক পোস্ট শেয়ার করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সিস্টেমের কম্পন এই সমস্যার প্রাথমিক কারণ। উল্লেখযোগ্যভাবে, সমস্যাটি স্ট্যান্ডার্ড iPhone 14 মডেলকে প্রভাবিত করে না, কারণ এতে অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের সেন্সর শিফট ওআইএস প্রযুক্তির নতুন ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার তুলনায় একটি পুরানো ওআইএস সিস্টেম ব্যবহার করা হয়েছে।