Samsung Galaxy A03s সস্তায় দুর্দান্ত ফিচার সহ কয়েকদিনের মধ্যে লঞ্চ হচ্ছে, লিক হল প্রেস রেন্ডার

গত মে মাসে, অনলিকস (Onleaks) নামে পরিচিত জনপ্রিয় টিপস্টার স্টিভ হেমারস্টোফার (Steve Hemmerstoffer)-এর সৌজন্যে প্রকাশ্যে এসেছিল Samsung Galaxy A03s-এর রেন্ডার। এর পর গিকবেঞ্চ এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটের পাশাপাশি ভারতে স্যামসাংয়ের সাপোর্ট পেজে স্মার্টফোনটিকে স্পট করা হয়। গুগল প্লে কনসোল এবং গুগল সাপোর্টেড ডিভাইসের তালিকায় Samsung Galaxy A03s হ্যান্ডসেটকে খুঁজে পাওয়া যায়। এবার ডিভাইসটির প্রেস রেন্ডার সামনে এল। সুতরাং, ধরে নেওয়া যায় যে Samsung Galaxy A03s লঞ্চের শিয়রে দাঁড়িয়ে।

Samsung Galaxy A03s প্রেস রেন্ডার

স্যামসাং গ্যালাক্সি এ০৩-এস স্মার্টফোনের প্রেস রেন্ডার শেয়ার করেছে ৯১ মোবাইলস। রেন্ডার অনুসারে তিনটি রঙে আসছে এই ফোন – সাদা, কালো, ও নীল। ফোনের সামনে টিয়ারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে রয়েছে। আবার ফোনটির পলিকার্বোনেটের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্য করা যাচ্ছে।

Samsung Galaxy A03s স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্যামসাং গ্যালাক্সি এ০৩ এস স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরে চলবে ফোনটি। আবার গ্যালাক্সি এ০৩ এস ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে‌।

এছাড়া Samsung Galaxy A03s স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা থাকতে পারে। সামনের দিকে দেখা যেতে পারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে‌ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক থাকবে।

Samsung Galaxy A03s এর দাম (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এ০৩ এস ফোনের সঠিক দাম জানা যায়নি। তবে ফোনটি ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন