লঞ্চের এক সপ্তাহের মধ্যেই Yezdi Adventure, Roadster, এবং Scrambler-এর ডেলিভারি শুরু হল

Mahindra-র সহকারী Classic Legends-এর হাত ধরে বাজারে এসেই ধামাকাদার তিনটি তিন প্রকারের মোটরসাইকেল লঞ্চ করেছে Yezdi। ২৬ বছর পর নবরূপে ফিরে এসে পুরানো ফর্ম ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে সংস্থাটি। গ্রাহকদের মন জিতে নিতে নিজেদের পরিষেবায় কোনোরকম খামতি রাখতে নারাজ তারা। তাই লঞ্চের এক সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার Yezdi Adventure, Yezdi Scrambler, Yezdi Roadster-এর ডেলিভারি শুরু করা হল।

এদিকে মাহিন্দ্রা (Mahindra)-র কর্ণধার আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) ঘোষণা করেছেন সমগ্র ভারতে একই ডিলারশিপ থেকে বিক্রি হবে জাওয়া (Jawa) ও ইয়েজদি (Yezdi)-র মোটরবাইক। এখানে জানিয়ে রাখি, ক্লাসিক লেজেন্ডস-এর ছত্রছায়ায় জাওয়া ও বিএসএ (BSA)-র পর তৃতীয় আইকনিক ব্র্যান্ড হিসেবে নবরূপে জন্ম পেয়েছে ইয়েজদি। আসুন এক ঝলকে দেখে নিন ইয়েজদি অ্যাডভেঞ্চার, ইয়েজদি স্ক্র্যাম্বলার ও ইয়েজদি রোডস্টার (Yezdi Adventure, Yezdi Scrambler, Yezdi Roadster)-এর দাম ও ইঞ্জিন।

ইয়েজদি অ্যাডভেঞ্চার, ইয়েজদি স্ক্র্যাম্বলার, ইয়েজদি রোডস্টার : দাম (Yezdi Adventure, Yezdi Scrambler, Yezdi Roadster : Price)

ইয়েজদি অ্যাডভেঞ্চার, স্ক্র্যাম্বলার ও রোডস্টার-এর দাম যথাক্রমে ১,৯৮,১৪২ টাকা, ২,০৯,৯০০ টাকা ও ২,০৯,৯০০ টাকা (এক্স-শোরুম)।

ইয়েজদি অ্যাডভেঞ্চার, ইয়েজদি স্ক্র্যাম্বলার, ইয়েজদি রোডস্টার : ইঞ্জিন (Yezdi Adventure, Yezdi Scrambler, Yezdi Roadster : Engine)

তিনটি বাইক একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এমনকি এদের ইঞ্জিন ও গিয়ার বক্সের সংখ্যাও এক। তিনটি মোটরসাইকেলে রয়েছে একটি ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক DOHC ইঞ্জিন। তবে তিনটি মডেলে একই ইঞ্জিন দেওয়া হলেও এদের আউটপুট ভিন্ন। যেমন Yezdi Adventure থেকে পাওয়া যায় ৮,০০০ আরপিএম গতিতে ৩০.২ পিএস পাওয়ার এবং ৬,৫০০ আরপিএম গতিতে ২৯.৯ এমএম টর্ক।

আবার Yezdi Scrambler-এর ইঞ্জিনটি থেকে উৎপন্ন হয় ৮,০০০ আরপিএমে ২৯.১ পিএস শক্তি এবং ৬,৭৫০ আরপিএমে ২৮.২ এনএম টর্ক। এবং Yezdi Roadster-এর পাওয়ারট্রেনটি পাওয়া যায় ৭,৩০০ আরপিএমে ২৯.৭ পিএস এবং ৬,৫০০ আরপিএমে ২৯ এনএম টর্ক।