Mahindra Thar 5 Door: অপেক্ষার অবসান! নতুন থার লঞ্চের তারিখ জানিয়ে দিল মাহিন্দ্রা

Maruti Suzuki Jimny 5-door মডেলের অন্যতম প্রতিপক্ষ হিসেবে পাঁচ দরজা ভার্সনের Mahindra Thar-কে ঘিরে দীর্ঘদিন ধরেই জোরদার চর্চা চলছে। ২০২৪-এ এটি বাজারে আসতে পারে বলে এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। এবারে এর লঞ্চের সময়কাল সম্পর্কে ঘোষণা করল মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। গতকাল এক বৈঠকের পর সংস্থা তাদের বৃহত্তর থার এসইউভি ভারতের রাস্তায় কবে থেকে ছোটা শুরু করবে, সেই প্রসঙ্গে মুখ খুলেছে। মাহিন্দ্রার কার্যনির্বাহী আধিকারিক এবং সিইও রাজেশ জেজুরিকার নিশ্চিত করেছেন, গাড়িটি চলতি বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ করবে। ধরে নেওয়া যায়, জুলাই থেকে আগস্টের মধ্যে।

সাধারণত স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট প্রতি বছর বড় চমক রাখে সংস্থা। তাই ওই তারিখে গাড়িটি হাজির হলে অবাক হওয়ার কিছু থাকবে না। জেজুরিকার আরও জানান, থারের আসন্ন মডেলের সাথেই বর্তমান তিন দরজা ভার্সনের Thar-এর বিক্রিও জারি রাখা হবে। বিগত বেশ কয়েক মাস ধরেই Thar 5-door এর টেস্টিং চালাচ্ছে মাহিন্দ্রা। টেস্টিং মডেলটির নানান খুঁটিনাটি ইতিমধ্যেই সর্বসমক্ষে এসেছে।

Mahindra 5-door Thar : ডিজাইন

বলাবাহুল্য, বিদ্যমান তিন দরজা ভার্সনের থারের উপরেই স্থান পাবে আসন্ন পাঁচ দরজার মডেলটি। এতে থাকছে প্রোজেক্টর সেটআপ সহ একটি নতুন সার্কুলার এলইডি হেড ল্যাম্প সেট। সামনের গ্রিলের ডিজাইনের সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার নতুন সেট অ্যালয় হুইল অফার করা হবে। টেইলগেট। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটির পেছনের দরজার হ্যান্ডেল, সি পিলারের কাছে উল্লম্বভাবে প্রতিস্থাপিত।

Mahindra 5-door Thar : ইন্টেরিয়র

তিন দরজা ভার্সনের মতোই ফাইভ-ডোর থারের কেবিনটি সাজানো হবে। তবে নতুনত্ব বলতে থাকছে ডুয়েল টোন থিম ড্যাশবোর্ড। সবচেয়ে বড় পরিবর্তনের প্রসঙ্গে বলতে হলে নতুন বৃহত্তর টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের কথা উল্লেখ করতে হয়। যা XUV400 Pro-এর সাথে হাজির হয়েছে। এটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সমর্থন করবে।

Mahindra 5-door Thar : ইঞ্জিন

Mahindra 5-door Thar-এ এগিয়ে চলার শক্তি প্রদান করতে দেওয়া হচ্ছে, একটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এই একই ইঞ্জিনের বিকল্প মাহিন্দ্রার 3-door Thar, Scorpio-N এবং XUV700-এও উপলব্ধ রয়েছে। তবে ইঞ্জিনের আউটপুট সামান্য টিউনিং করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।