Categories: Mobiles

iPhone এর দীর্ঘ 16 বছরের ঐতিহ্যে ইতি টানছে Apple, বাদ পড়বে খুব পরিচিত এই বৈশিষ্ট্য

অ্যাপল তাদের iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলি আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই আসন্ন iPhone 15 সিরিজটির সম্পর্কে একাধিক আকর্ষণীয় তথ্য সামনে এসেছে, যা অ্যাপলপ্রেমীদের হৃদকম্পন বাড়িয়ে তুলেছে। অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোনগুলিতে বহু বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন পরিলক্ষিত হবে। আর এখন একটি ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে, যা iPhone 15 Pro Max-এর প্রোটেক্টিভ কেসটিকে প্রদর্শন করেছে। এই ভিডিও থেকে আসন্ন ফ্ল্যাগশিপ আইফোনের ডিজাইন এবং পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া প্রোটেক্টিভ কেসের ডিজাইন ইঙ্গিত করছে যে, iPhone 15 Pro Max-এ সম্ভবত কোম্পানির সিগনেচার মিউট স্লাইডারের পরিবর্তে একটি কাস্টম বাটন থাকবে। আসুন এই ভিডিওটি থেকে আর কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Apple iPhone 15 Pro Max-এর কেসের হ্যান্ডস-অন-ভিডিও ভিডিও

জনপ্রিয় টিপস্টার মাজিন বু তার টুইটার হ্যান্ডেল থেকে একটি ১৮ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যাতে সমস্ত কোণ থেকে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর প্রতিরক্ষামূলক কেসটিকে দেখানো হয়েছে। কিন্তু এই কেসের ক্যামেরা মডিউলের জায়গায় কোনও কাটআউট না থাকায় এটিকে একটি প্রোটোটাইপ বলে মনে করা হচ্ছে। তবে, আসন্ন অ্যাপল ফ্ল্যাগশিপ কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ভিডিও অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে মিউট স্লাইডারের ক্ষেত্রে।

জানিয়ে রাখি, মার্কিন কোম্পানিটি গত ১৬ বছর ধরে আইফোনের ওপরে বাম দিকে তাদের সিগনেচার মিউট স্লাইডারটি ব্যবহার হয়ে আসছে। তবে, আইফোন ১৫ প্রো ম্যাক্স থেকে আইকনিক স্লাইডারটি বাদ পড়তে পারে। ফাঁস হওয়া ভিডিওটি স্লাইডারের জন্য একটি বড় এবং রাউন্ডার কাটআউট প্রকাশ করেছে। মাজিন বু উল্লেখ করেছেন যে, কাটআউটটি খুব সম্ভবত কাস্টম বাটনের জন্য ডিজাইন করা হয়েছে, যা আইফোনগুলিতে প্রচলিত মিউট স্লাইডারকে প্রতিস্থাপন করবে।

ভিডিওতে দেখানো ডিজাইনটি পূর্বে ফাঁস হওয়া আইফোন ১৫ প্রো-এর রেন্ডারের সাথে সাদৃশ্যপূর্ণ, যা জল্পনায় থাকা “রিঙ্গার বাটন” বা “অ্যাকশন বাটন”-এর উপস্থিতির দিকে নির্দেশ করে। অনুমান করা হচ্ছে, অ্যাপল আইফোনের ইউজারদেরও অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো বিভিন্ন কাজের জন্য বাটনগুলি কাস্টমাইজ করার অনুমতি দেবে।

দ্বিতীয় সবচেয়ে লক্ষণীয় পরিবর্তনটি দেখা যাবে iPhone 15 Pro Max-এর ক্যামেরা মডিউলে। এটিতে বড় ক্যামেরা কাটআউট থাকার ফলে মডিউলটিও আকারে আগের থেকে বড় হবে। এমনকি গুণমান দিক থেকেও, Apple iPhone 15 Pro Max-এর ক্যামেরা সিস্টেম পূর্বসূরি 14 Pro Max-এর চেয়ে আরও উন্নত হবে। এর আগে একটি লিক থেকে জানা গিয়েছিল যে, ৩x অপটিক্যাল জুম সহ টেলিফোটো ক্যামেরা লেন্সটি নতুন মডেলে একটি পেরিস্কোপ লেন্স দ্বারা প্রতিস্থাপিত হবে যা ৬x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে। Apple iPhone 15 সিরিজের Pro মডেলগুলিতে একটি নতুন সনি আইএমএক্স৯০৩ সেন্সর ব্যবহার করা হবে, যেটির সেন্সর সাইজ হবে ১/১.১৪ ইঞ্চি৷

এছাড়া জানা গেছে যে, iPhone 15 Pro Max-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও প্রোমোশন সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে এবং অ্যাপল এ১৭ বায়োনিক প্রসেসরটি থাকবে। লঞ্চের দিন যত এগিয়ে আসবে, iPhone 15 সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago