Oppo Find X5 এবং Oppo Find X5 Lite 5G আসছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও আরও অনেক দুর্ধর্ষ ফিচারের সাথে

ওপ্পো তাদের আসন্ন Oppo Find X5 স্মার্টফোন সিরিজটি বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। জল্পনা রয়েছে এই সিরিজের অধীনে Oppo Find X5, Oppo Find X5 Pro এবং Oppo Find X5 Lite- এই তিনটি মডেল বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ইতিমধ্যেই এই মডেলগুলির সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। এখন এবার একটি নতুন রিপোর্টে Oppo Find X5 এবং Oppo Find X5 Lite- এই দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কীত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে Oppo Find X5 সিরিজের বেস মডেলে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, অন্যদিকে ‘লাইট’ ভার্সনটি আসবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট সহ। আবার দুটি মডেলই একক ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং উভয় মডেলেই পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে।

প্রকাশ্যে এল Oppo Find X5 5G এবং Find X5 Lite 5G-এর ডিজাইন

জার্মান টেক সাইট উইনফিউচার (WinFuture)- এর এই নতুন রিপোর্ট থেকে ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি এবং ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট ৫জি ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি ফোনে ওপরের বামদিকে পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যা একটি বর্গাকার মডিউলের মধ্যে অবস্থিত। ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি মডেলের ডান ধারে পাওয়ার বাটন, বামদিকে ভলিউম বাটন এবং নীচে একটি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি সিম ট্রে দেখা যাবে।

অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট ৫জি- এর ওপরের বামদিকে পাঞ্চ-হোল কাটআউট ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে। ডিভাইসটির ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম বোতাম এবং বাম দিকে সিম ট্রে মিলবে। ফোনের নীচে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল থাকবে।

ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Find X5 5G Expected Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো + ই-সিম) ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) ইউজার ইন্টারফেসের রান করবে বলে জানা গেছে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৭ সুরক্ষা সহ ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X5 5G মডেলের ব্যাক প্যানেলে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫/ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৬ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৬ আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের স্যামসাং টেলিফটো সেন্সর। পিছনের ক্যামেরাগুলিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ওপ্পোর নিজস্ব মারিসিলিকন এক্স এনপিইউ (MariSilicon X NPU) দেওয়া হবে বলে জানা গেছে এবং ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে।

Oppo Find X5 5G ফোনের কানেক্টিভিটি অপশন হিসেবে পাওয়া যাবে ৫জি, ৪জি এলটিই, ডাব্লিউএলএএন এ এক্স, ব্লুটুথ ভি ৫.২, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ইউএসবি ওটিজি ইত্যাদি। অনবোর্ড সেন্সরগুলির মধ্যে থাকতে পারে- আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, গ্র্যাভিটি সেন্সর, জাইরোস্কোপ, জিপিএস, এ-জিপিএস, বেইডো, গ্লোনাস এবং জিঅ্যালাইল। Oppo Find X5 5G ফোনে ডলবি অ্যাটমোসের সাথে একটি আইপি৫৪ রেটিং এবং স্টেরিও স্পিকারও দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X5 5G হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং সহ ৪,৮০০ এমএএইচ লি-ইয়ন পলিমার ব্যাটারি দেওয়া হবে। এটির পরিমাপ ১৬০.৩ x ৭২.৬ x ৮.৭ মিলিমিটার এবং ওজন ১৯৬ গ্রাম।

ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo Find X5 Lite 5G Expected Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করবে। এই হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৫ সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। এঠি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ দ্বারা চালিত হবে বলে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে বলে জল্পনা রয়েছে।

আসন্ন Oppo Find X5 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, এগুলি হল এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই ফোনেও বেস মডেলের মতো ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Find X5 Lite 5G ফোনের কানেক্টিভিটি অপশন, অনবোর্ড সেন্সর, স্পিকারগুলি বেস মডেলের মতই হবে। তবে এতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকলেও ডলবি অ্যাটমস সাপোর্ট করবে না। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Find X5 Lite 5G ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ লি-ইয়ন পলিমার ব্যাটারি দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনের পরিমাপ ১৬০.৬ x৭৩.২ x ৭.৮১ মিলিমিটার এবং ওজন ১৭৩ গ্রাম হবে।

ওপ্পো ফাইন্ড এক্স৫ ৫জি এবং ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট ৫জি- এর সম্ভাব্য দাম (Oppo Find X5 5G and Oppo Find X5 Lite 5G Expected Price)

Oppo Find X5 5G বেস মডেলের দাম রাখা হতে পারে প্রায় ১,০০০ ইউরো (আনুমানিক ৮৫,৩০০ টাকা)। আবার Oppo Find X5 Lite 5G-এর দাম হতে পারে প্রায় ৫০০ ইউরো (আনুমানিক ৪২,৬০০ টাকা)।