Categories: Mobiles

Apple iPhone 15 সিরিজ কবে লঞ্চ হবে, কি কি ফিচার ও কালার অপশন সহ আসবে, দাম কত রাখা হবে জেনে নিন

সম্প্রতি Apple তাদের সেপ্টেম্বরের ইভেন্ট সম্পর্কে জানিয়েছে, আর এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে “Wonderlust”। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ১২ তারিখে। আশা করা হচ্ছে কোম্পানি এই ইভেন্টে iPhone 15 সিরিজ লঞ্চ করবে। এছাড়াও, Apple Watch Series 9 এবং Apple Watch Ultra 2-এর মতো একাধিক গ্যাজেট লঞ্চ করা হতে পারে। Apple iPhone 15 সিরিজের ফিচার সম্পর্কে এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য সামনে এসেছে। চলুন এগুলি জেনে নেওয়া যাক।

কবে লঞ্চ হবে iPhone 15 সিরিজ

অ্যাপল আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টের ঘোষণা করেছে, যেখানে আইফোন ১৫ এবং অ্যাপল ওয়াচ সিরিজের বিভিন্ন মডেল লঞ্চ করা হতে পারে। জানা গেছে ইভেন্টটি ভারতীয় সময় রাত ১০.৩০ নাগাদ শুরু হবে। আর এই ইভেন্টটি YouTube সহ আরো একাধিক প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে।

iPhone 15 সিরিজের সম্ভাব্য কালার অপশন

সদ্য প্রকাশিত টিজারে অ্যাপলের লোগোতে যে ধূলিকণা দেখা গেছে, সেটি নতুন প্রো মডেলে টাইটেনিয়াম ফ্রেমের ইঙ্গিত দেয়। এই টাইটেনিয়াম ফ্রেম আইফোন ১৫ প্রো মডেলের সবথেকে বড় বৈশিষ্ট্য গুলির মধ্যে একটি হতে পারে। আর আশা করা যায় রূপালী, কালো এবং নীল রঙে এই ফোনগুলি পাওয়া যেতে পারে।

iPhone 15 সিরিজে কয়টি মডেল থাকবে

আশা করা যায় iPhone 15 সিরিজে চারটি মডেল থাকবে। যথা, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max।

iPhone 15 সিরিজে দেখা যেতে পারে USB-C পোর্ট

বহু প্রতীক্ষার পর আইফোনের এই সিরিজে দেখা যেতে পারে ইউএসবি-সি পোর্ট। এছাড়াও আইফোন ১৫ প্রো মডেলগুলিতে থাকতে পারে থান্ডার বোল্ট ৪ পোর্ট, যেখানে বেস মডেলগুলিতে ব্যবহার করা হতে পারে ইউএসবি ২.০ স্ট্যান্ডার্ড।

iPhone 15 Pro মডেল টাইটানিয়াম দিয়ে তৈরি করা হতে পারে

আইফোন ১৫ প্রো মডেলগুলি স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম দিয়ে তৈরি করা হতে পারে।

iPhone 15, iPhone 15 Plus-এ থাকতে পারে ডায়নামিক আইল্যান্ড

এবার নচ আকৃতির পরিবর্তে আইফোন ১৫ সিরিজের বেস মডেলগুলিতে পিল-আকৃতির কাটআউট দেখা যেতে পারে। এটি আইফোন ১৪ প্রো সিরিজে প্রথম দেখা যায়, যা ডায়নামিক আইল্যান্ড নামে পরিচিত। উল্লেখ্য, দুটি মডেলই ৬০ হার্টজ রিফ্রেশ অফার করবে।

অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো ‘অ্যাকশন বাটন’ দেখা যেতে পারে iPhone 15 Pro মডেলগুলিতে

রিপোর্ট অনুসারে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে মিউট সুইচের পরিবর্তে অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো ‘অ্যাকশন বাটন’ দেখা যেতে পারে। আর আল্ট্রা ওয়াচের মতোই এই ‘অ্যাকশন বাটন’টি আইফোনেও একাধিক কাজ করবে।

iPhone 15 Pro মডেলগুলিতে চার্জিং স্পিড বাড়ানো হতে পারে

শোনা যাচ্ছে আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স মডেলে ৩৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এবার আইফোন সিরিজের ক্যামেরায় পরিবর্তন লক্ষ করা যেতে পারে

জানা গেছে আইফোন ১৫ সিরিজের বেস মডেলগুলিতে প্রো মডেলগুলির মতো ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে।

iPhone 15 Pro Max-এ থাকতে পারে পেরিস্কোপ লেন্স

অবশেষে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে পেরিস্কোপ ক্যামেরা দেখা যেতে পারে। এদিকে, আইফোন ১৫ প্রো মডেলটিতে গত বছরের মডেলের মতো ৩এক্স টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

iPhone 15 Pro মডেল দুটি নতুন রঙে পাওয়া যেতে পারে

আশা করা হচ্ছে, এবার প্রো মডেলগুলি টাইটান গ্রে, ব্লু, সিলভার এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। প্রো মডেলটি এবার গোল্ডেন শেডে নাও আসতে পারে।

iPhone 15 নতুন রঙে আসতে পারে

এবার আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের সম্ভাব্য রঙগুলি হলো – কালো, নীল, সবুজ, গোলাপী এবং হলুদ।

বেড়ে যাবে iPhone 15 Pro মডেলের দাম

এই বছরে অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রো মডেলগুলির দাম বৃদ্ধি করতে পারে। গত বছরের তুলনায় প্রো মডেলের দাম ১০০ ডলার (প্রায় ৮,২৭৯ টাকা) এবং প্রো ম্যাক্স-এর দাম ২০০ ডলার (প্রায় ১৬,৫৫৮ টাকা) বৃদ্ধি পেতে পারে। আশা করা যায় এই মডেলগুলির দাম শুরু হবে যথাক্রমে ১০৯৯ ডলার (প্রায় ৯০,৯৮৬.২১ টাকা) এবং ১২৯৯ (প্রায় ১,০৭,৫৪৪.২১ টাকা) ডলার থেকে।

iPhone 15, iPhone 15 Plus-এর দাম বৃদ্ধি পাবে না

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো-এর সম্ভাব্য দাম যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৬,১৪৯.২১ টাকা) এবং ৮৯৯ ডলার (প্রায় ৭৪,৪২৮.২১ টাকা) থেকে শুরু হতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

13 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

21 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

50 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago