বাজারে আসতে এখনও ঢের দেরি, তার আগেই Apple iPhone 15 Pro-র ফিচার প্রকাশ্যে

অ্যাপল তাদের iPhone 14 সিরিজ মাত্র দু’মাস আগে বাজারে লঞ্চ করলেও, ইতিমধ্যেই iPhone 15 লাইনআপ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এখন একটি সূত্রে দাবি করা হয়েছে যে, মার্কিন সংস্থাটি তাদের iPhone Pro মডেলগুলি বেছে নেওয়ার জন্য গ্রাহকদের আরও আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগী হয়েছে। চলুন এসম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Apple তাদের পরবর্তী iPhone Pro সিরিজকে নতুন করে সাজাচ্ছে

পরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও গত সেপ্টেম্বরেই জানিয়েছিলেন যে, মার্কিন টেক জায়ান্টটি তাদের আইফোন ১৪ প্রো সিরিজের চাহিদা নন প্রো আইফোনগুলির তুলনায় বেশি দেখে, উচ্চতর স্মার্টফোন মডেলগুলির দিকে ক্রেতাদের আরও ঠেলে দিতে চাইছে। এর জন্য, কোম্পানিটি স্পষ্টতই পরবর্তী প্রজন্মের iPhone 15 মডেলগুলিতে অনেকগুলি এক্সক্লুসিভ “প্রো-ওনলি” ফিচার আনার পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত, এই এক্সক্লুসিভ ফিচারগুলির মধ্যে পাঁচটি সম্পর্কিত লিক এবং রিপোর্ট সামনে এসেছে। চলুন একে একে এগুলি দেখে নেওয়া যাক।

প্রসঙ্গত, নতুন এক্সক্লুসিভ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি সম্ভবত অ্যাপলের লেটেস্ট এ১৭ বায়োনিক চিপসেট। আইফোন ১৫ প্রো মডেলগুলি এ১৭ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি হবে। আইফোন ১৪ সিরিজের মতো, শুধুমাত্র প্রো মডেলগুলিতে একটি নতুন চিপসেট থাকবে, যেখানে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে আইফোন ১৪ প্রো মডেলে থাকা এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে। ২০২৩ সালের আইফোনগুলিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্টও থাকবে, যা নতুন আইফোনগুলিতে ডেটা স্থানান্তরের গতির পাশাপাশি চার্জিং গতি বাড়াতে সাহায্য করবে৷

এছাড়াও, iPhone 15 Pro মডেলগুলি ৮ জিবি পর্যন্ত বর্ধিত র‍্যামের সাথে আসবে, যা বর্তমান মডেলের ৬ জিবি র‍্যামের থেকে বেশি হবে। আরেকটি উল্লেখযোগ্য এক্সক্লুসিভ প্রো ফিচার হল, সলিড স্টেট বাটন, যেটি সম্পর্কে সম্প্রতি জানা গেছে। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ দুটি অতিরিক্ত ট্যাপটিক ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকবে যা হ্যাপটিক ফিডব্যাক প্রদান করে, যাতে ব্যবহারকারীরা কোনও বাটন ছাড়াই বাটন ব্যবহারের অভিজ্ঞতা পাবেন। অবশেষে, এটাও শোনা যাচ্ছে যে iPhone 15 Pro Max-এ একটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স থাকবে যা ১০x পর্যন্ত অপটিক্যাল জুম প্রদান করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *