প্রথমবার Apple iPhone 15 সিরিজে থাকবে 5 মডেল, দাম কত রাখা হবে জেনে নিন

Apple আগামী সপ্তাহেই তাদের বহুল প্রত্যাশিত iPhone 15 সিরিজটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15…

Apple আগামী সপ্তাহেই তাদের বহুল প্রত্যাশিত iPhone 15 সিরিজটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max – এই চারটি মডেল বাজারে আত্মপ্রকাশ করবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছিল। তবে Pro Max মডেলটির নাম iPhone 15 Ultra হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে কিছু টিপস্টার আবার চলতি বছর অ্যাপলের পাঁচটি আইফোন মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, তাদের মতে সিরিজে iPhone 15 Ultra নামে একটি ভিন্ন মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও এই Pro Max এবং Ultra মডেলগুলি একই সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, তবে এগুলির স্পেসিফিকেশনে কিছু মিল থাকতে পারে।

Apple iPhone 15 সিরিজে অন্তর্ভুক্ত থাকতে পারে পাঁচটি মডেল

সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, অ্যাপল চলতি বছর পাঁচটি আইফোনের একটি আকর্ষণীয় লাইনআপ প্রকাশ করার পরিকল্পনা করছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড আইফোন ১৫, বড় স্ক্রিনের আইফোন ১৫ প্লাস, একটি প্রফেশনাল-গ্রেড আইফোন ১৫ প্রো, একটি হাই-এন্ড আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং একটি আল্ট্রা-প্রিমিয়াম মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। অ্যাপল শীর্ষ-স্তরের কর্মক্ষমতা এবং বৈশিষ্ট্যগুলির ওপর জোর দিয়ে একটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

স্টোরেজের ক্ষেত্রে, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে, যেখানে, আল্ট্রা ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‍্যাম এবং ২ টিবি স্টোরেজের সাথে আসতে পারে। এছাড়াও, এই মডেলগুলি ইউজারদের একটি উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে অসাধারণ ক্যামেরা ক্ষমতা প্রদান করবে।

দাম প্রসঙ্গে বললে, iPhone 15 Ultra-এর দাম তার সমকক্ষের তুলনায় ১০০ ডলার (প্রায় ৮,২০০ টাকা) বেশি হবে। iPhone 15 Pro Max-এর মূল্য হতে পারে ১,২৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা মোটামুটি ১ লাখ টাকার সমান। এর ভারতীয় লঞ্চ মূল্য সম্ভবত ১,৫৯,৯০০ টাকা হবে। আল্ট্রা মডেলটির দাম ১০ হাজার টাকার বেশি হতে পারে। এদিকে, iPhone 15 Pro এর দাম রাখা হবে ১,০৯৯ ডলার এবং ভারতে লঞ্চের মূল্য ১,৩৯,৯০০ টাকা অনুমান করা হচ্ছে।

তবে, iPhone 15 Plus তার পূর্বসূরির কাছাকাছি দামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড iPhone 15 আগের প্রজন্মের iPhone 14-এর মতো একই দামে লঞ্চ হতে পারে। আগামী ১২ তারিখ অ্যাপলের আসন্ন iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটির দিকে অ্যাপল অনুরাগী থেকে প্রযুক্তি প্রেমী – সকলেই তাকিয়ে রয়েছেন।