স্টেনলেস স্টিলের থেকেও শক্ত ধাতুতে তৈরি হবে iPhone 15, নজির গড়ার পথে Apple

অ্যাপল তাদের লেটেস্ট iPhone 14 সিরিজটি গত সেপ্টেম্বরেই বিশ্ববাজারে লঞ্চ করেছে। তবে, এর উত্তরসূরি iPhone 15 লাইনআপটিকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। এমনকি এই সিরিজে অন্তর্ভুক্ত হ্যান্ডসেটগুলি সম্পর্কে বেশ কিছু তথ্যও ফাঁস হয়েছে। এই লিকগুলি দৃঢ়ভাবে দাবি করেছে যে, আসন্ন iPhone 15 মডেলগুলির ডিজাইনে পরিবর্তন আসবে। তবে একটি নতুন রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বাস্তবে এমন নাও হতে পারে। চলুন এই রিপোর্টটি পরবর্তী প্রজন্মের আইফোন সম্পর্কে কি তথ্য প্রকাশ করল, তা সবিস্তারে জেনে নেওয়া যাক।

এখনও চূড়ান্ত নয় iPhone 15-এর ডিজাইনের পরিবর্তনগুলি

আইফোন ১৪ সিরিজ পর্যন্ত, বিগত কয়েক বছরের আইফোন মডেলগুলিতে বৃত্তাকার প্রান্ত দেখা যায় কিন্তু এগুলি তীক্ষ্ণ কোণ সহ একটি সমতল রিয়ার প্যানেল অফার করে। কিন্তু, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, নতুন আইফোন ১৫ এমন একটি ডিজাইনের সাথে আসবে যা গোলাকার প্রান্ত যুক্ত পুরোনো আইফোন ৫সি-এর অনুরূপ হবে। যার কারণে ডিভাইসটি, হাতে ধরে রাখার সময় আরও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। তবে এখন, সুপরিচিত টিপস্টার অ্যাপললিকসপ্রো ফোর্বস-কে জানিয়েছেন যে, মার্কিন টেক জায়ান্টটি এখনও আইফোন ১৫-এর ডিজাইনে পরিবর্তন আনার বিষয়ে অনিশ্চিত।

স্পষ্টতই, আইফোন ১৫-এ কার্ভড এজ ডিজাইন দেখা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর অর্থ, ব্র্যান্ডটি এখনও এর চূড়ান্ত ডিজাইনটি নিশ্চিত করেনি। উল্লেখযোগ্যভাবে, অ্যাপল এবছরের মার্চের শেষের দিকেও আইফোন ১৩-এর ডিজাইন চূড়ান্ত করেনি। এক কথায়, এই সিদ্ধান্তের জন্য কোম্পানির কাছে এখনও কয়েক মাস সময় আছে। আর আসন্ন ২০২৩ সালের আইফোন লাইনআপ সম্পর্কিত আরেকটি প্রধান তথ্য হল, এগুলির সাইড ফ্রেমটির নির্মাণের জন্য টাইটানিয়াম ব্যবহার করা হবে। যা স্টেনলেস স্টিলের থেকেও মজবুত ধাতু বলে পরিচিত।

যদি খবরটি সত্য হয়, তাহলে iPhone 15 সিরিজে যে কোনও আইফোনে ব্যবহৃত সবচেয়ে প্রিমিয়াম সামগ্রীর ব্যবহার দেখা যাবে। যদিও আশা করা যায় যে, এটি শুধুমাত্র iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর মতো অধিক ব্যয়বহুল Pro সিরিজের মডেলগুলিতেই থাকবে। এছাড়া, iPhone 15-এর ডিজাইনের পরিবর্তন হিসেবে নতুন সলিড স্টেট বাটন দেখা যাবে যা ফিজিক্যাল বাটনগুলিকে প্রতিস্থাপন করবে। আর সবচেয়ে লক্ষণীয় হল যে, আপকামিং আইফোন সিরিজটি প্রথমবারের মতো অ্যাপলের লাইটনিং পোর্টের পরিবর্তে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করবে।