প্রথমবার ডুয়েল সেলফি ক্যামেরার সাথে আসতে পারে Apple iPhone 15 Ultra, দাম ও ফিচার ফাঁস

সদ্য মাসখানেক আগে লঞ্চ হয়েছে iPhone 14 সিরিজ, তবে তার রেশ কাটতে না কাটতেই ইতিমধ্যেই Apple-প্রেমীরা iPhone 15 সিরিজের জন্য আগ্রহ দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই আসন্ন এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর এখন iPhone 15 সিরিজের অন্তর্ভুক্ত iPhone 15 Ultra-র ফিচার ও দাম ফাঁস হয়েছে। LeaksApplePro-এর একটি সাম্প্রতিক টুইটে উল্লেখ করা হয়েছে যে, iPhone 15 Ultra ফোনটি তৈরি করতে iPhone 14 Pro Max-এর তুলনায় অনেকটাই বেশি টাকা খরচ হবে। যদিও টিপস্টার আসন্ন এই ফোনটির সঠিক মূল্য প্রকাশ করেনি, তবে Apple-এর এই আপকামিং সিরিজের হ্যান্ডসেটগুলিও যে নিশ্চিতভাবে বেশ চড়া দামের হতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

বেশ চড়া দামেই মার্কেটে অবতীর্ণ হবে iPhone 15 Ultra

প্রসঙ্গত জানিয়ে রাখি, অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্সের টপ-এন্ড হ্যান্ডসেটটিকে (অর্থাৎ ১ টিবি স্টোরেজ মডেল) ভারতে ১,৮৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। সেক্ষেত্রে টিপস্টারের টুইট অনুযায়ী বলা চলে যে, আইফোন ১৫ আল্ট্রার দাম আইফোন ১৪ প্রো ম্যাক্সের তুলনায় বেশি হবে। ফলে আগামী বছরে অ্যাপলের নতুন আল্ট্রা মডেল কিনতে চাইলে ক্রেতাদের বেশ ভালোরকম টাকা খসাতে হবে বলেই ধরে নেওয়া যেতে পারে। উল্লেখ্য যে, মাসখানেক আগে আইফোন ১৪ সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছিল। ঠিক একইভাবে আইফোন ১৫ সিরিজের আওতায়ও চারটি স্মার্টফোন মার্কেটে পা রাখবে বলে খবর পাওয়া গিয়েছে, যেগুলি হল – আইফোন ১৫ আল্ট্রা (iPhone 15 Ultra), আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus)।

iPhone 15 Ultra-র সম্ভাব্য ফিচারসমূহ

অ্যাপল আইফোন ১৫ আল্ট্রা একটি প্রিমিয়াম টাইটানিয়াম বডি সহ আসবে বলে আশা করা হচ্ছে। এর সুবাদে যে শুধু স্মার্টফোনটির লুক এবং ডিজাইন অত্যাধুনিক তথা নজরকাড়া হবে তাই নয়, সেইসাথে ফোনটি অনেক হালকা, মজবুত, এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হয়ে উঠবে। উল্লেখ্য যে, আসন্ন এই আইফোন মডেলটিতে থাকা টাইটানিয়াম কেসটি বিদ্যমান আইফোনগুলিতে ব্যবহৃত উপাদানের চাইতে ৩৫ গুণ বেশি ব্যয়বহুল হবে; ফলে খুব স্বাভাবিকভাবেই স্মার্টফোনটির দামও হবে অনেকটাই বেশি। এছাড়াও শোনা গিয়েছে যে, আলোচ্য হ্যান্ডসেটটিতে থাকবে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, যা আইফোনে প্রথমবার দেখা যাবে। তদুপরি, অ্যাপল আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ আল্ট্রাতে পূর্বের মডেলগুলির তুলনায় অনেক বেশি র‍্যাম থাকবে বলে আশা করা হচ্ছে।

আপনাদেরকে জানিয়ে রাখি, ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলিতে ইউএসবি টাইপ-সি (USB Type-C)-এর ব্যবহার বাধ্যতামূলক করে সম্প্রতি একটি আইন পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন। খুব স্বাভাবিকভাবে এই আইনের ফলে অ্যাপলকেও তাদের লাইটনিং পোর্ট (Lighting Port) ছেড়ে ইউএসবি টাইপ-সি পোর্টকে আপন করে নিতে হবে। তাই ইউরোপিয়ান ইউনিয়নের নয়া নিয়ম মেনে মার্কিন সংস্থাটি সম্ভবত আসন্ন আইফোন মডেলগুলিতে একটি ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত করবে। ফলে আসন্ন আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন প্রায় সব iPhone-ই হবে 5G কানেক্টিভিটি যুক্ত

ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে 5G-র আগমন ঘটে গিয়েছে। ফলে এখন নতুন কোনো হ্যান্ডসেটকে পকেটস্থ করতে চাইলে অধিকাংশ মানুষই পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন কিনতে আগ্রহী হচ্ছেন। সেক্ষেত্রে চড়া দামের iPhone-এ 5G সাপোর্ট করবে না, তাই কি কখনো হয়? ফলে খুব স্বাভাবিকভাবেই মার্কিনি টেক জায়েন্টটি কর্তৃক নির্মিত আসন্ন সমস্ত স্মার্টফোনই 5G সাপোর্টেড হবে বলে Apple-এর তরফে জানানো হয়েছে। তাই আপকামিং iPhone 15 সিরিজের প্রতিটি হ্যান্ডসেটেই ইউজাররা দুরন্ত গতির 5G নেটওয়ার্ক ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এও জানা গেছে যে, পরবর্তী প্রজন্মের বেশিরভাগ iPhone-এই Qualcomm-এর Snapdragon 5G মডেমের ব্যবহার অব্যাহত রাখবে Apple।