Categories: Mobiles

Apple iPhone 15 নাকি iPhone 14 কেনা লাভজনক, দাম সহ ফিচারের মধ্যে পার্থক্য দেখে নিন

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতে আত্মপ্রকাশ করে iPhone 15 সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে মোট চারটি মডেল লঞ্চ হয়েছে, যথা – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এগুলি iPhone 14 সিরিজের উত্তরসূরি হিসাবে এসেছে। বেস মডেলটি পূর্বসূরির তুলনায় একাধিক নয়া ফিচার এবং আপগ্রেডেশন অফার করে। আবার ডিভাইসটির ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন কালার বিকল্পের সাথে পাওয়া যাবে। আবার এতে – ডায়নামিক আইল্যান্ড ফিচার, আরও উন্নতমানের ক্যামেরা ইউনিট, এ১৬ বায়োনিক চিপসেট, এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টও বিদ্যমান।

সর্বোপরি আলোচ্য হ্যান্ডসেট দ্বিতীয়-প্রজন্মের আল্ট্রাওয়াইড-ব্যান্ড চিপ সহ এসেছে এবং এতে স্যাটেলাইট ফিচারের মাধ্যমে জরুরী এসওএস (SOS) মেসেজ পাঠানোর ফাংশনালিটিও সাপোর্ট করে। যদিও এতো কিছু নতুন বৈশিষ্ট্য অফার করা সত্ত্বেও iPhone 15 -এর দাম কিন্তু পূর্বসূরি iPhone 14 -এর অনুরূপ থাকছে। তাই একই মূল্যে ১৪তম প্রজন্মের নাকি ১৫তম প্রজন্মের আইফোন কেনা উচিত হবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের প্রতিবেদনটি পড়ুন।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : দাম

অ্যাপল আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। আর উচ্চতর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনকে যথাক্রমে ৮৯,৯০০ টাকায় ও ১,০৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি – ব্ল্যাক, গ্রীন, ব্লু, ইয়েলো ও পিঙ্ক কালারে এসেছে।

ভারতে অ্যাপল আইফোন ১৪ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। এই দাম ফোনটির ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। এছাড়া ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম ধার্য করা হয়েছিল যথাক্রমে ৮৯,৯০০ টাকা এবং ১,০৯,৯০০ টাকা। এটি পাঁচটি কালার অপশনে উপলব্ধ, যথা – মিডনাইট, ব্লু, স্টারলাইট, পার্পেল, রেড এবং এবং।

উল্লেখ্য, আজ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে Apple iPhone 14 আরও ১০ হাজার টাকা কম দামে পাওয়া যাবে। যদিও ই-কমার্স সাইটগুলি আরও কমে ডিভাইসটি বিক্রি করছে।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : ডিসপ্লে, সেন্সর

ফ্রস্টেড গ্লাস ব্যাক প্যানেল যুক্ত অ্যাপল আইফোন ১৫ মডেলে ৬.১-ইঞ্চির রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ২,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আলোচ্য ডিভাইসের বিশেষত্ব হল, এর ডিসপ্লের উপরিভাগে ডায়নামিক আইল্যান্ড উপস্থিত। আবার ইউজারদের ডেটা নিরাপদ রাখার জন্য এতে ফেস আইডি ফিচারের সুবিধা পাওয়া যাবে।

ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসা আইফোন ১৪ মডেলটি ৬.১-ইঞ্চির (২,৫৩২×১,১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে সহ এসেছে, যা ১২০০ নিট পিক ব্রাইটনেস, ট্রু টোন, HDR, P3 ওয়াইড কালার গ্যামেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। তদুপরি, বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

সদ্য লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৫ মডেলে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৬ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, এই প্রসেসরটি ২০২২ সালে আগত আইফোন ১৪ সিরিজের ‘প্রো’ মডেলগুলির মধ্যেই সীমায়িত ছিল। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট আইওএস ১৭ প্রি-লোডেড থাকছে। এটিকে – সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে ।

পারফরম্যান্সের জন্য আইফোন ১৪ মডেলে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে রান করে। উক্ত অ্যাপল ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ উপলব্ধ।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : ক্যামেরা সেটআপ

Apple iPhone 15 মডেলটি পূর্বসূরির তুলনায় একাধিক ক্যামেরা আপগ্রেডেশনের সাথে এসেছে। এই ফোনে ডুয়েল-LED ডুয়াল-টোন ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ এক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা হিসাবে এফ/১.৬ অ্যাপারচার সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের সনি সেন্সর রয়েছে। আবার সহায়ক ক্যামেরা হিসাবে – এফ/২.৪ অ্যাপারচার ও ১২০˚ ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত৷ ডিভাইসটির সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়। প্রসঙ্গত নবাগত এই আইফোন মডেলটি বেশ কয়েকটি নতুন ক্যামেরা ফিচার অফার করে। যেমন, নতুন ক্যামেরা সিস্টেমে ইউজারদের আর পোট্রেট মোডে আলাদা করে স্যুইচ করতে হবে না। কেননা কোনও বিষয়বস্তু শনাক্ত হলে মেশিন লার্নিং স্বয়ংক্রিয়ভাবে তাতে ডেপ্থ যোগ করবে। এছাড়া আলোচ্য হ্যান্ডসেটটি স্মার্ট HDR ফিচারের সাথে এসেছে, যা আরো উন্নত স্কিন টোন, উজ্জ্বল হাইলাইট, আরও ভাল মিডটোন এবং শ্যাডো অফার করে। আইফোন ১৫ -এর রিয়ার ক্যামেরার অপটিক্যাল জুম রেঞ্জ ৪এক্স।

ক্যামেরার কথা বললে, Apple iPhone 14 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপ – স্টেবিলাইজেশন ফিচার, ডিপ ফিউশন ও অ্যাকশান মোড সাপোর্ট করে। LED ফ্ল্যাশ লাইটটি ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হয়েছে। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৪ -এর রিয়ার ক্যামেরার অপটিক্যাল জুম রেঞ্জ ২এক্স।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

অ্যাপল আইফোন ১৫ -এ পাওয়ার ব্যাকআপের জন্য ৩,৮৭৭ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস এবং ৭.৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া মাত্র ৩০ মিনিটের চার্জে এই ব্যাটারিটি ৫০% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে আইফোন ১৪ মডেলে ৩,২৭৯ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা লাইটেনিং পোর্টের মাধ্যমে ২০ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ম্যাগসেফ চার্জিং এবং ৭.৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : সিম স্লট

আইফোন ১৫ শুধুমাত্র ই-সিম (eSIM) -এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

যেখানে কিনা আইফোন ১৪ -এ ফিজিক্যাল সিম স্লট অন্তর্ভুক্ত।

তবে উভয় প্রজন্মের আইফোন মডেলেই ৫জি কানেক্টিভিটি সমর্থন করবে।

Apple iPhone 15 vs Apple iPhone 14 : পরিমাপ

আইফোন ১৫ মডেলের পরিমাপ ১৪৭.৬x৭১.৬x৭.৮ মিমি এবং ওজন ১৭১ গ্রাম।

আইফোন ১৪ সিরিজের এই বেস মডেলের পরিমাপ ১৪৬.৭x৭১.৫x৭.৮ মিমি এবং ওজন ১৭২ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago