Samsung-এর নয়া উদ্ভাবন, স্মার্টফোনে চার্জ বেশি ক্ষণ টিকিয়ে রাখবে অত্যাধুনিক প্রযুক্তি

উদ্ভাবন এবং প্রযুক্তির ক্ষেত্রে অ্যাপলের (Apple) জুড়ি মেলা ভার। প্রতি বছরই সংস্থাটি আইফোনে নিত্য নতুন ফিচার যুক্ত করছে। এবার ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর লক্ষ্যে কাজ করে…

উদ্ভাবন এবং প্রযুক্তির ক্ষেত্রে অ্যাপলের (Apple) জুড়ি মেলা ভার। প্রতি বছরই সংস্থাটি আইফোনে নিত্য নতুন ফিচার যুক্ত করছে। এবার ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছে অ্যাপল। জল্পনা বাড়িয়ে এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভবিষ্যতে আইফোন উন্নততর ব্যাটারি লাইফ অফার করতে চলেছে। কেননা, আইফোনের ডিসপ্লে সরবরাহকারী স্যামসাং ডিসপ্লে (Samsung Display) তাদের ওলেড (OLED) প্যানেলে নতুন উপকরণ ব্যবহার করার পরিকল্পনা করছে, যা স্ক্রিনকে আরও শক্তি সাশ্রয়ী করে তুলবে।

Apple iPhone ভবিষ্যতে আরও পাওয়ার এফিশিয়েন্ট হবে

দ্য ইলেক-এর রিপোর্ট অনুসারে, স্যামসাং ডিসপ্লে তাদের ওলেড (OLED) ডিসপ্লেতে ব্লু ফসফরসেন্ট নামের একটি উপাদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। যা প্যানেলের শক্তি খরচ কমিয়ে পরবর্তী প্রজন্মের আইফোনে ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। যদিও, এই নতুন স্ক্রিনটি ২০২৬ সালের আগে বাজারে না আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, আইফোন ১৮-এর আগে এই নতুন ডিসপ্লে প্রযুক্তি যুক্ত হবে না।

জানিয়ে রাখি, ওলেড (OLED) প্যানেলে রেড এবং গ্রীন ফসফরসেন্ট মেটেরিয়ালে ১০০ শতাংশ ইন্টারনাল লুমিনাস এফিসিয়েন্সি রয়েছে। সেখানে, নীলে ফ্লুরোসেন্ট উপাদানের কার্যক্ষমতা মাত্র ২৫ শতাংশ। তাই এটিকে ফসফোরসেন্ট মেটেরিয়াল দিয়ে পরিবর্তন করলে, তা নতুন ওলেড স্ক্রিনের শক্তি ব্যবহার কমাতে সাহায্য করতে পারে। স্যামসাং বর্তমানে এই ব্লু ফসফরসেন্ট তৈরির কাজ করছে।

উল্লেখযোগ্যভাবে, আন্ডার ডেভেলপমেন্ট এই মেটেরিয়ালের জীবনকাল এম১১ ওলেড (M11 OLED)-এ যুক্ত করা ব্লু ফ্লুরোসেন্টের আয়ুষ্কালের প্রায় ৫৫ শতাংশ। M11 OLED স্ক্রিনটি ২০২১ সালে লঞ্চ হওয়া iPhone 13 সিরিজে ব্যবহার করা হয়েছিল। তবে মনে রাখবেন, এই তথ্যগুলি আনঅফিশিয়াল রিপোর্ট থেকে সামনে এসেছে, তাই সত্যতা কতটা সময়ই বলতে পারবে।