Categories: Mobiles

Apple iPhone: আইফোনে বড় চমক, বাজার কাঁপাতে অদৃশ্য ক্যামেরায় বাজি ধরছে অ্যাপল

স্মার্টফোন ইউজারদের ফুল স্ক্রিন অভিজ্ঞতা প্রদান করার জন্য আন্ডার-ডিসপ্লে ক্যামেরা একটি কার্যকরী প্রযুক্তি। ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকে ডিসপ্লের নীচে স্থাপন করে স্ক্রিনকে সম্পূর্ণরূপে নচ ও কাটআউট থেকে মুক্ত করাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য। একাধিক স্মার্টফোন নির্মাতা এই প্রযুক্তির ওপর কাজ করে চলেছে। তবে, এখনও পর্যন্ত কয়েকটি ফোনেই আন্ডার ডিসপ্লে ক্যামেরার দেখা মেলে। কেননা এর সাথে জড়িত জটিলতার জন্য এটি বিভিন্ন ব্র্যান্ড দ্বারা ব্যাপকভাবে গৃহীত হয়নি। ফলে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা এখনও স্মার্টফোনে খুব একটা দেখা যায় না। তবে এখন শোনা যাচ্ছে যে, বিখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা, অ্যাপল (Apple) তাদের আইফোনের জন্য আন্ডার-ডিসপ্লে ক্যামেরার ওপর কাজ শুরু করেছে, যা ভবিষ্যতে একটি অল-স্ক্রিন বেজেল-বিহীন আইফোন তৈরির পথ প্রশস্ত করবে।

Apple আন্ডার ডিসপ্লে ক্যামেরার সাথে iPhone-কে ‘অল-স্ক্রিন’ করে তুলতে পারে

অ্যাপল এ বছর সমগ্র আইফোন ১৫ লাইনআপে ডায়নামিক আইল্যান্ড ডিজাইন ব্যবহার করে চিরাচরিত বক্সি নচকে বিদায় জানিয়েছে। আবার, পরবর্তী আইফোন এসই মডেলেও একই পিল-আকৃতির কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে। এখন, দ্য ইলেক-এর একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, অ্যাপল আগামী দিনের আইফোনগুলিতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ডায়নামিক আইল্যান্ডকেও পুরোপুরি সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। উল্লেখ করা হয়েছে, অ্যাপলের কোরিয়ান সাপ্লায়ার এলজি ইনোটেক (LG Innotek) একটি আন্ডার-প্যানেল ক্যামেরা (UPC) সিস্টেমের ডেভেলপমেন্ট শুরু করেছে।

জানিয়ে রাখি, ইউপিসি-এর প্রধান সমস্যা হল সাধারণ সেলফি ক্যামেরার তুলনায় লাইট ট্রান্সমিশনের কম হওয়া। সহজ কথায় বললে, ডিসপ্লে এরিয়ার মধ্য দিয়ে কম আলো যাওয়ার কারণে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা নিম্ন মানের ছবি প্রদান করে। এটির সাথে মোকাবেলা করার জন্য, এলজি ইনোটেক একটি বিশেষ লেন্স সিস্টেমের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার নাম ‘ফ্রিফর্ম অপটিক’। কোরিয়ান সরবরাহকারীর এই সলিউশনটি পেরিফেরাল লেন্সের পুরুত্ব নিয়ন্ত্রণ করবে, যা ডিস্টরশন হ্রাস করবে এবং অপটিক্যাল মডিউলের চারপাশে আলো-তীব্রতার অনুপাত বাড়াবে।

তবে, রিপোর্টে বলা হয়েছে যে আইফোন লাইনআপে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি পাওয়ার জন্য স্মার্টফোন ইউজারদের এখনও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। অ্যাপল ২০২৫ সালের iPhone 17-এ আন্ডার-প্যানেল ফেস আইডি প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। আর আন্ডার প্যানেল ক্যামেরা সহ প্রথম অল-স্ক্রিন আইফোন সম্ভবত ২০২৭ সালে iPhone 19-এর সাথে আত্মপ্রকাশ করবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago