iPhone আসছে কাস্টম চার্জিং পোর্টের সাথে, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে করা যাবে না চার্জ

Apple আসন্ন iPhone -এ ইউএসবি টাইপ-সি পোর্ট দেবে বলে জল্পনা রয়েছে। তবে এরজন্য আপনার খুশি হওয়ার দরকার নেই। কারণ আইফোনের টাইপ-সি পোর্ট অ্যান্ড্রয়েডের টাইপ-সি এর…

Apple আসন্ন iPhone -এ ইউএসবি টাইপ-সি পোর্ট দেবে বলে জল্পনা রয়েছে। তবে এরজন্য আপনার খুশি হওয়ার দরকার নেই। কারণ আইফোনের টাইপ-সি পোর্ট অ্যান্ড্রয়েডের টাইপ-সি এর মতো হবে না বলে নয়া রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, Apple আসন্ন iPhone মডেলে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়ার প্রস্তুতি নিলেও তা কাস্টমাইজড করা হবে অর্থাৎ তা বিশেষভাবে প্রস্তুত করা হবে।

উল্লেখ্য Apple ইতিমধ্যেই MacBook এবং iPad এর সাথে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করতে শুরু করেছে। আর শোনা যাচ্ছে আসন্ন আইফোনগুলি টাইপ-সি পোর্টের সাথে আসবে। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশের পর নতুন এই চার্জিং পোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Apple।

চীনা মাইক্রো ব্লগিং সাইট, উইবো (Weibo) তে এক টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন iPhone 15 সিরিজ ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে লঞ্চ হবে, তবে এতে কাস্টম ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ব্যবহার করা হবে। ফলে আইফোনে টাইপ-সি পোর্ট থাকা সত্ত্বেও আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন না।

বলে রাখি, Apple সম্প্রতি তাদের দুটি MacBook Pro মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন থেকে আর MacBook Pro এর ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেল পাওয়া যাবে না। এই দুটি ল্যাপটপে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স চিপসেট দেওয়া হয়েছে।