HP Envy Move AIO PC: ইন্টেল i5 প্রসেসর সহ ভারতে এল এইচপির নতুন পিসি

ভারতে এইচপি এনভি মুভ এআইও পিসি ১,২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এটি টেক্সচার্ড প্যাটার্ন সহ শেল হোয়াইট একক কালার বিকল্পের সাথে পাওয়া যাচ্ছে। আপনারা আজ এই মুহূর্ত থেকেই এইচপি ই-শপ থেকে ডিভাইসটি কিনে নিতে পারবেন

HP আজ অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি ভারতের বাজারে তাদের লেটেস্ট পার্সোনাল কম্পিউটার HP Envy Move -এর ঘোষণা করল। এই অল-ইন-ওয়ান (AIO) ডিভাইসের দাম প্রায় ১,২৫,০০ টাকা রাখা হয়েছে। তবে এর সাথে উপলব্ধ সেল অফারের লাভ ওঠাতে পারলে বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করা যাবে। এমনকি সোনার অলঙ্কার কেনার জন্য ভাউচারও দেওয়া হবে। ফিচারের কথা বললে, HP Envy Move পিসি ২৩.৮ ইঞ্চির QHD টাচস্ক্রিন ডিসপ্লে এবং ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ এসেছে৷ এছাড়া ডিভাইসটি – ১ টেরাবাইট SSD স্টোরেজ, প্রাইভেসি শাটার যুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন এবং একাধিক কার্যকরী কানেক্টিভিটি পোর্ট অফার করে। চলুন HP Envy Move AIO PC -এর দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

HP Envy Move AIO PC এর দাম ও সেল অফার

ভারতে এইচপি এনভি মুভ এআইও পিসি ১,২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এটি টেক্সচার্ড প্যাটার্ন সহ শেল হোয়াইট একক কালার বিকল্পের সাথে পাওয়া যাচ্ছে। আপনারা আজ এই মুহূর্ত থেকেই এইচপি ই-শপ থেকে ডিভাইসটি কিনে নিতে পারবেন।

সেল অফারের কথা বলা যাক এবার। DBS, Yes, Bank of Baroda, AU, IDFC First, Kotak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা One Card -এর মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ফ্লাট ১০,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে৷ ক্রেতারা সাথে ১,৯৯৯ টাকা খরচ করে দুই বছরের অতিরিক্ত ওয়ারেন্টির সুবিধা পেয়ে যাবেন। যা কার্টে পিসি যুক্ত করার পর থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। তবে কেনার সময় যদি কোনো ক্রেতা এই বর্ধিত ওয়ারেন্টির সুবিধা নাও নেন, তবে ক্রয়ের ২১ দিনের মধ্যে এটি দাবি করার বিকল্প উপলব্ধ থাকছে। উক্ত দুটি অফার শুধুমাত্র তারাই পাবেন তারা ১৪ই মার্চ -এর মধ্যে এই পিসি ক্রয় করবেন।

এছাড়া, এইচপি এনভি মুভ এআইও পিসি -এর সাথে ১০,০০০ টাকার সমতুল্য একটি তনিষ্ক (Tanishq) গোল্ড ভাউচারও অফার করা হচ্ছে। এই ভাউচারটি যেকোন অনুমোদিত তনিষ্ক শোরুমে গিয়ে বৈধ ফটো আইডি দেখিয়ে রিডিম করা যাবে। তবে আগেই জানিয়ে রাখি, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে যারা উক্ত ডিভাইস কিনবেন তাদেরই শুধুমাত্র এই এই ভাউচার দেওয়া হবে।

HP Envy Move AIO PC স্পেসিফিকেশন

এইচপি এনভি মুভ এআইও পিসি এসেছে ২৩.৮-ইঞ্চির কোয়াড এইচডি (২৫৬০x১৪৪০ পিক্সেল) IPS অ্যান্টি-গ্লেয়ার টাচ ডিসপ্লে প্যানেল সহ। এই ডিসপ্লে – ৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯৯% sRGB কালার গ্যামেট, ৯৯.৩% স্ক্রিন-টু-বডি রেশিও (স্পিকার ছাড়া) এবং ৮৮.১% স্ক্রিন-টু-বডি রেশিও (স্পিকার সহ) সমর্থন করে। ডিসপ্লেটি ক্ষতিকারক ব্লু লাইট নির্গমন রোধেও সক্ষম। যাইহোক পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আই৫-১৩৩৫ইউ (i5-1335U) প্রসেসর এবং ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এই চিপসেট – ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তি সাপোর্ট করে এবং ১২ এমবি এল৩ ক্যাশে, ১০ কোর, ১২টি থ্রেড ও ৪.৬ গিগাহার্টজ ক্লিক স্পিড চালিত। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই পিসি -তে ১৬ জিবি LPDDR5-4800MHz র‍্যাম এবং ১ টেরাবাইট PCIe NVMe SSD স্টোরেজ মিলবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, HP Envy Move AIO PC পিসিতে এইচপি ওয়াইড ভিশন ও প্রাইভেসি শাটার যুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম এবং আইআর বিকল্প সাপোর্ট করে। এতে টেম্পোরাল নয়েজ রিডাকশন সহ ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন আছে। ডিভাইসটি এইচডি ৭২০ হোয়াইট টাচপ্যাড ইন্টিগ্রেটেড ব্লুটুথ কীবোর্ড অফার করে। এছাড়া উন্নত সাউন্ড সরবরাহের জন্য B&O দ্বারা টিউনড ৫ ওয়াট ডুয়াল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে – ওয়াই-ফাই ৬ই RTL8852CE (২×২), ব্লুটুথ ৫.৩, ১০ জিবিপিএস সিগন্যালিং রেট সহ একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, ১০ জিবিপিএস সিগন্যালিং রেট সহ একটি ইউএসবি এটিপি-এ পোর্ট, ডিসপ্লেপোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং দুটি M.2 স্লট (SSD এর জন্য ১টি, WLAN এর জন্য ১টি)। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৮৩ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ৬-সেল ব্যাটারি দেওয়া হয়েছে, যা একক চার্জে ৪ ঘন্টার ব্যাটারি লাইফ প্রদান সক্ষম। এছাড়া এই ব্যাটারি নিজে ৯০ ওয়াট স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে ৪৫ মিনিটে 5 ৫০% পর্যন্ত চার্জ হবে। HP Envy Move AIO PC -এর সাথে ১২ মাসের জন্য ২৫ জিবি ড্রপবক্স স্টোরেজ এবং ৩০ দিনের ট্রায়াল টাইম সহ ম্যাকফ্রি (McAfee) অনলাইন প্রটেকশন সফ্টওয়্যার অ্যাক্সেসও মিলবে।