iPhone 16: আইফোন থেকে চিরতরে বিদায় নিচ্ছে এই আইকনিক ফিচার, বলতে পারবেন সেটা কি?

অ্যাপল (Apple) তাদের প্রথা মতোই এ বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন লঞ্চ করেছে। iPhone 16 সিরিজ লঞ্চের জন্য এখনও দশ মাসের বেশি সময় থাকলেও, ইতিমধ্যেই…

অ্যাপল (Apple) তাদের প্রথা মতোই এ বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন লঞ্চ করেছে। iPhone 16 সিরিজ লঞ্চের জন্য এখনও দশ মাসের বেশি সময় থাকলেও, ইতিমধ্যেই লাইনআপটির সম্পর্কে নানা তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। সেভাবে এখন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, iPhone 16 লাইনআপে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক প্রযুক্তি থাকবে না, যা ইঙ্গিত দেয় সম্ভবত কোম্পানি এই আইকনিক ফিচারটি বিদায় জানাতে চলেছে।

Apple iPhone 16-এ থাকবে না টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি

ম্যাকরিউমার্স-এর দাবি, একটি ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করা হয়েছে যে, আইফোন ১৬ সিরিজের হ্যান্ডসেটগুলি টাচ আইডি সাপোর্ট সহ আসবে না। শোনা যাচ্ছে, আইফোনগুলিতে টাচ আইডির জন্য চিপ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় ইকুইপমেন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিটগুলি তৃতীয় প্রজন্মের আইফোন এসই মডেলের জন্য সরিয়ে রাখা হয়েছে।

iPhone 16 লাইনআপের জন্য অ্যাপলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি ফিরে আসার ইঙ্গিত দিয়ে কোনও রিপোর্টও এখনও সামনে আসেনি, যা ডিভাইসগুলিতে টাচ আইডি অন্তর্ভুক্ত নাও হতে পারে এই ধারণাটির ওপরই জোর দিচ্ছে। তবে রিপোর্টগুলি ইঙ্গিত করে যে, আইফোনে এসই ৪ মডেলটি ফেস আইডি অফার করবে।

এর পাশাপাশি, জল্পনা রয়েছে যে অ্যাপল নতুন আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ডেভেলপ করছে, যা সম্ভাব্যভাবে ২০২৬ সালের দিকে আত্মপ্রকাশ করবে। এছাড়াও শোনা যাচ্ছে যে, একই সময়সীমার মধ্যে কোম্পানি আন্ডার ডিসপ্লে ফেস আইডি ফিচারটি আইফোনে যুক্ত করতে পারে। এছাড়া, উল্লিখিত ওয়েইবো উৎস থেকে এও জানা গেছে iPhone 16 এবং iPhone 16 Plus-এর জন্য ডিজাইন করা চিপটি একটি স্বতন্ত্র উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। iPhone 15 Pro-এর এ১৭ প্রো চিপ ব্যবহার না করার লক্ষ্য হল নতুন ডিভাইসগুলির উৎপাদন খরচ কমানো।

উল্লেখ্য, টাচ আইডির পরিবর্তে ফেস আইডি এবং সম্ভাব্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির প্রতি অ্যাপলের কৌশলগত পরিবর্তন উদ্ভাবনী বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার্সের দিকে কোম্পানির প্রতিশ্রুতিকে তুলে ধরে। যদিও টাচ আইডি পূর্ববর্তী আইফোন মডেলগুলিতে প্রধান বিষয় ছিল, তবে ফেস রিকগনিশন এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের প্রতি কোম্পানির ঝোঁক বর্তমান ইন্ডাস্ট্রি ট্রেন্ডের সাথে মেলে।