Apple iPhone: চীনের নীতিতে অখুশি, ভারতে আইফোন তৈরিতে মন দিচ্ছে অ্যাপল

নিজেদের ব্যবসায়িক স্বার্থে চীনের উপর Apple-এর নির্ভরতার কথা তো আমাদের সকলেরই জানা। এতদিন পর্যন্ত সেদেশেই সবথেকে বেশি iPhone তৈরি হতো। উল্লেখ্য যে, বিশ্বের বৃহত্তম iPhone উৎপাদন কেন্দ্র থাকার কারণে চীনের ঝেংঝো (Zhengzhou) শহর আইফোন সিটি (iPhone City) নামেও বিশেষভাবে পরিচিত। তবে করোনা মহামারীর আগমনের পর থেকে এই ছবিটা বেশ খানিকটা পাল্টে গিয়েছে। কোভিড-১৯ -এর জন্য চীনের একাধিক শহরে লকডাউনের ফলে সাপ্লাই চেইনের ব্যাপক ক্ষতি হওয়ায় Apple সহ অনেক নামজাদা টেক কোম্পানি বর্তমানে চীনের উপর তাদের নির্ভরশীলতা কমানোর দিকে জোর দিচ্ছে। জানা গিয়েছে যে, চীনের জিরো কোভিড পলিসির জন্য ঘন ঘন লকডাউন ডাকার কারণে iPhone 14 Pro এবং Pro Max-এর উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে কার্পেটিনো ভিত্তিক টেক জায়েন্টটি যে ব্যবসায় বড়োসড়ো ক্ষতির মুখে পড়ছে, সেকথা বলাই বাহুল্য। তাই এবার এই সমস্যার সমাধান করতে নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে অন্যান্য দেশে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে Apple।

আগামী দিনে ভারত এবং ভিয়েতনামে আরও বেশি পরিমাণে iPhone তৈরি করবে Apple

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (The Wall Street Journal)-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, এবার চীনের বদলে ভারত ও ভিয়েতনামে আইফোন তৈরিতে জোর দেওয়ার কথা ভাবছে মার্কিনি সংস্থাটি। এর পাশাপাশি অ্যাপল এখন চীনের বাইরে এয়ারপডস (AirPods) এবং বিটস হেডফোনের (Beats Headphones) উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে বলেও জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতি ছাড়াও আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ মাথাচাড়া দেওয়ার পর থেকেই মার্কিনি প্রযুক্তি সংস্থাটি তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এর ফলে অ্যাপল এখন চীনের উপর ভরসা কমাতে চাইছে, যার জেরে চীনের বাইরের বিভিন্ন জায়গায় নিজেদের আরও বেশি সংখ্যক প্রোডাক্ট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক কোম্পানিটি। সেক্ষেত্রে অ্যাপলের এই সিদ্ধান্তে ভারত যে আগামী দিনে বেশ লাভবান হবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

খুব শীঘ্রই আসছে ভারতের ‘আচ্ছে দিন’

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাসে প্রখ্যাত অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কুও (Ming-Chi Kuo) বলেছিলেন যে, অদূর ভবিষ্যতে বিশ্বের সমগ্র আইফোন উৎপাদনের ৪০%-৪৫% ভারতে হতে পারে। আবার, ইতিমধ্যেই টাটা গ্রুপ (Tata Group) ভারতে আইফোন তৈরি করার জন্য মার্কিনি টেক কোম্পানিটির সাথে হাত মিলিয়েছে। এর সুবাদে তাইওয়ানিজ মোবাইল সাপ্লায়ার উইস্ট্রোন (Wistron)-এর সাথে তাদের প্রযুক্তি শেয়ার করে দ্রুত এদেশে নতুন আইফোন তৈরি করবে ভারতীয় সংস্থাটি। উল্লেখ্য যে, এমনিতে ২০১৭ সাল থেকেই ভারতে আইফোন তৈরি হচ্ছে। আবার, সাম্প্রতিক কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে দিন-কে-দিন অ্যাপলের কাছে ভারতের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে ব্যবসায়িক ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আগামী দিনে এদেশে কর্মসংস্থানের প্রচুর সুযোগ বাড়বে বলেও আশা করা যেতে পারে।

তবে কি চীন থেকে পাততাড়ি গোটাতে চলেছে Apple?

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Apple-এর অন্যান্য প্রোডাক্ট, যেমন – MacBook, iPad, Apple Watch এবং Airpods-এর প্রায় ২৫ শতাংশ আগামী দিনে চীনের বাইরে তৈরি করা হবে। খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কি আগামী দিনে চীন থেকে পুরোপুরিভাবে তল্পিতল্পা গুটিয়ে নেবে মার্কিনি প্রযুক্তি সংস্থাটি? এর জবাবে বিশেষজ্ঞরা বলেছেন যে, অন্যান্য দেশে নিজেদের ব্যবসাকে সম্প্রসারিত করলেও চীনের ওপর Apple কিন্তু এখনও বহুলাংশে নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতির সুবাদে একাধিক লকডাউনের কারণে সেদেশের অনেক কারখানার কর্মীরা যথাযথ বেতন পাচ্ছেন না, ফলে অনেকেই কাজ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে ব্যবসার উপর। তাই মার্কিনি টেক কোম্পানিটি একপ্রকার বাধ্য হয়েই অন্যান্য দেশে নিজেদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার কথা ভাবছে। তবে এই সমগ্র পরিকল্পনা বাস্তবায়িত হতে আরও ৩-৫ বছর সময় লাগবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাই চীন থেকে এক্ষুনি পুরোপুরিভাবে তল্পিতল্পা গুটিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago