ফিচার্স তাক লাগাবে! গাড়ির দুনিয়া তোলপাড় করতে 15 আগস্ট আসছে Mahindra Thar EV

বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা পূরণ করতে কোম্পানিগুলি তাদের বাজারচলতি মডেলগুলিকে হাতিয়ার করছে। আইসিই গাড়িগুলি একে একে ব্যাটারি ভার্সনে লঞ্চ করছে তারা। এবারে যেমন এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের অফ-রোড মডেল Thar-এর বৈদ্যুতিক ভার্সনের আনতে চলেছে। এ বছর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট গাড়িটির কনসেপ্ট ভার্সনের উপর থেকে পর্দা সরানো হবে বলে অটোকার ইন্ডিয়া দাবি করেছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও অফিশিয়ালি কোন বার্তা এসে পৌঁছায়নি।

Mahindra Thar EV আত্মপ্রকাশ করবে 15 আগস্ট

Mahindra Thar ইলেকট্রিক এসইউভি সম্পর্কে এখনও খুবই কম তথ্য জানা গেছে। অনুমান করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি চালিত ভার্সনের মতো ব্যাটারি চালিত মডেলটিও একই ল্যাডার ফ্রেম চ্যাসিসের ওপর ভিত্তি করে আসবে। মাহিন্দ্রার বৈদ্যুতিক ভার্সনের একাধিক কমার্শিয়াল ভেহিকেল এই আর্কিটেকচারের উপর ভর করে এসেছে। এতে উন্নয়ন ও উৎপাদনের খরচ অনেকটাই সাশ্রয় করা গিয়েছে। গাড়িটিতে ইলেকট্রিক পাওয়ারট্রেন প্রতিস্থাপিত করতে বডি-অন-ফ্রেম প্ল্যাটফর্মে কিছু পরিবর্তন ঘটাতে হতে পারে।

মনোকক প্ল্যাটফর্ম ইলেকট্রিক ভেহিকেল তৈরির জন্য অধিক কার্যকর বলে গণ্য হয়। তার কারণ হালকা ওজন, অধিক রেঞ্জ এবং কেবিনে বেশি জায়গা প্রদানের ক্ষমতা। আন্তর্জাতিক বাজারে বিক্রিত জনপ্রিয় F-150 Lightning গাড়িটি ল্যাডার ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে এসেছে। যেটি বেশি ওজন বহনের জন্য বিখ্যাত।

মাহিন্দ্রা থার ইলেকট্রিক কনসেপ্টেও অফ-রোডে চলার ক্ষমতা বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে। যার জন্য এতে ৪×৪ ড্রাইভট্রেন সেটআপ দেওয়া হতে পারে। এছাড়া ডুয়েল মোটরের পরিবর্তে থাকতে পারে একটি কোয়াড মোটর। আবার রিপোর্টের দাবি অনুযায়ী এতে ক্যাব ওয়াক সক্ষমতা থাকবে। অর্থাৎ চারটি চাকাই ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। এতে অল্প জায়গাতেও গাড়িটি পার্ক করা সহজ হবে। আরও শোনা যাচ্ছে, এতে কোটি টাকা দামের এসইউভির ফিচার থাকবে।প্রসঙ্গত, ১৫ আগস্ট দক্ষিণ আফ্রিকায় মাহিন্দ্রা তাদের নতুন পিক-আপ ট্রাকের কনসেপ্ট মডেলের উপর থেকে পর্দা সরানোর কথা জানিয়েছে, যা Scorpio N এর উপর ভিত্তি করে আসবে।