আর হ্যাক হবে না iPhone, MacBook, পাসওয়ার্ড জামানার ইতি টেনে PassKeys আনছে Apple

iPhone ব্যবহারকারীরা হয়তো কিছু মাস পর থেকে আর ওয়েবসাইট এবং অ্যাপে পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন না। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, Apple পাসওয়ার্ড সিস্টেমটি বাদ দেওয়ার পরিকল্পনা করছে। আইফোনের নিরাপত্তা জোরদার করতেই এই কাজ করতে চাইছে সংস্থা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে পাসওয়ার্ড হ্যাক সম্পর্কে ব্যবহারকারী এবং কোম্পানিগুলিকে সতর্ক করে আসছেন। যারপর এখন Apple, বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে, একটি নতুন নিরাপত্তা সিস্টেম, Passkeys নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।

iOS 16 এর সাথে আসছে নতুন নিরাপত্তা ব্যবস্থা

অ্যাপল এই বছরের শেষের দিকে আইফোনের জন্য আইওএস ১৬ এবং ম্যাক কম্পিউটারের জন্য ম্যাকওএস ভেঞ্চুরি (MacOS Ventura) রোল আউট করবে। আর‌ এতেই থাকবে পাসওয়ার্ডহীন লগইন সিস্টেম, Passkeys। গত জুনে অ্যাপল ডব্লিউডব্লিউডিসি ২০২২ (Apple WWDC 2022) ইভেন্টে সংস্থাটি এই বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করে। আশা করা হচ্ছে যে সংস্থাটি এই মাসে iPhone 14 সিরিজের লঞ্চ ইভেন্টে পাসওয়ার্ডহীন লগইন সিস্টেম চালু করতে পারে।

টাচ বা ফেস আইডি দিয়ে হবে অথেন্টিকেশন

নতুন লগইন সিস্টেম আসার পরে, আইফোন ব্যবহারকারীদের ওয়েবসাইট বা অ্যাপে লগইন করার জন্য পাসওয়ার্ডের পরিবর্তে একটি পাসকী প্রয়োজন হবে। এটি একটি ডিজিটাল কী এবং আপনাকে এটি মনে রাখতে হবে না। লগইন করার আগে নিজেকে অথেন্টিকেট করার জন্য, আপনাকে আইফোন বা ম্যাকের টাচ বা ফেস আইডি ব্যবহার করতে হবে।

হ্যাকিংয়ের সম্ভবনা থাকবে না

পাসওয়ার্ডের মতো, ব্যবহারকারীরাও পাসকি দিয়ে দ্রুত লগইন করতে সক্ষম হবেন। Passkeys এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে এটি ফাঁস হবে না, ফলে হ্যাকিংয়ের সম্ভবনা থাকবে না বললেই চলে। পাসকি ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করা হবে, তবে অ্যাপলের iCloud এটিকে বিভিন্ন গ্যাজেটের সাথে যুক্ত করে রাখবে। অ্যাপল নিজে এই পাসকি জানতে পারবে না। সংস্থাটি আইওএস ১৬ পাবলিক বিটাতে এই নতুন সুরক্ষা বৈশিষ্ট্যটি পরীক্ষা করছে।