Samsung হাল ছাড়েনি, কম দামে ফ্ল্যাগশিপ ক্যামেরা-প্রসেসর সহ আবারও Fan Edition ফোন আনছে

Samsung Galaxy S23 FE চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। এতে গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে।

স্যামসাং (Samsung) তাদের ফ্ল্যাগশিপ S-সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড, প্লাস এবং আল্ট্রা মডেলগুলির পাশাপাশি বিশেষ Fan Edition বা FE মডেলটিও লঞ্চ করে থাকে। S20 সিরিজে অন্তর্ভুক্ত S20 FE ফোনটি ২০২০ সালে লঞ্চ হয়। তবে, ২০২১ সালে Galaxy S21 FE মডেলটি নিয়মমতো বাজারে আত্মপ্রকাশ করেনি। পরিবর্তে এটি গত বছরের শুরুর দিকে এযেছে। কিন্তু, এই হ্যান্ডসেটটি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। তাই বলা হচ্ছিল স্যামসাং তাদের এই FE হ্যান্ডসেটগুলি আর বাজারে আনবে না। তবে এখন শোনা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের FE লাইনআপটি এখনই বন্ধ করছে না এবং পরবর্তী প্রজন্মের Galaxy S23 FE-এর ওপর কাজ করছে। আর এখন এক টিপস্টার এই আপকামিং ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 FE এবছর বাজারে লঞ্চ হতে পারে

এক কোরিয়ান টিপস্টার দাবি করে করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই এর দাম কম রাখতে” কোয়ালকমের গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ব্যবহার করা হবে। যদিও এটি একটি ধাপ পিছিয়ে থাকবে বলে মনে হতে পারে, তবে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এখনও একটি হাই-এন্ড চিপসেট এবং এটি লঞ্চ হওয়ার এক বছর পরেও ফ্ল্যাগশিপ-স্তরের অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। আর পুরানো চিপের ব্যবহার গ্যালাক্সি এস২৩-কে গ্রাহকদের জন্য সাধ্যের মধ্যে আরও ভাল অপশন করে তুলতে পারে। ফোনটি এ বছরের দ্বিতীয়ার্ধেই লঞ্চের সম্ভাবনা।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, গ্যালাক্সি এস২৩ এফই-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন এবং গ্যালাক্সি এস২৩ সিরিজের অনুরূপ ক্যামেরা সেন্সর থাকতে পারে। যদিও, এখনও ফোনটির সম্পর্কে নিশ্চিত ভাবে সেভাবে কিছুই জানা যায়নি। স্যামসাংয়ের এফই লাইনআপের ভাগ্য এখনও অনিশ্চিত হলেও কোয়ালকমের হাই-এন্ড চিপ সহ গ্যালাক্সি এস২৩ এফই-এর আগমনের সংবাদটি বাজেট-ফ্রেন্ডলি ফোনগুলির প্রতি কোম্পানির একটি নতুন প্রতিশ্রুতির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

Galaxy S23 FE যদি এবছর তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে বাজারে আসে, তাহলে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের অন্যান্য মিড-রেঞ্জের হ্যান্ডসেটগুলির জন্য এটিকে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তা সত্ত্বেও, স্যামসাংয়ের ব্র্যান্ড ইমেজ এবং অনুগত ফ্যানবেস হ্যান্ডসেটটিকে কিছুটা এগিয়ে রাখতে পারে। Galaxy S23 FE পূর্বসূরীর মত ব্যর্থ হবে নাকি পুনরায় তার হারানো গৌরব ফিরে পাবে হবে, তা কেবল সময়ই বলতে পারবে। তবে আপাতত, স্যামসাংয়ের FE লাইনআপের অনুরাগীরা এটা ভেবে নিশ্চিত হতে পারেন যে, এটিকে কোম্পানি বন্ধ করে দেয়নি।