Vivo T3: কম দামে দুর্ধর্ষ ফোন আনল ভিভো, রয়েছে সনির ট্রিপল ক্যামেরা ও ফাস্ট চার্জিং

পূর্ব নির্ধারিত সময়সূচী মতোই ভিভো আজ (21 মার্চ) নতুন Vivo T3 মডেলটি ভারতে লঞ্চ করেছে। কোম্পানির এই নয়া বাজেট স্মার্টফোনটি তাদেরই সাব-ব্র্যান্ড আইকোর সদ্য লঞ্চ হওয়া iQOO Z9 হ্যান্ডসেটটির মতোই। শুধুমাত্র পার্থক্য হল ভিভো ফোনটি দুটির পরিবর্তে তিনটি রিয়ার ক্যামেরা অফার করে। Vivo T3 গত বছরের Vivo T2-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। এই T2 আবার স্পেসিফিকেশনের দিকে থেকে iQOO Z7x-এর অনুরূপ ছিল। নয়া ফোনটি 20 হাজার টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimesnity 7200 চিপসেট, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন Vivo T3-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Vivo T3-এর দাম ও লভ্যতা

ভারতে ভিভো টি3 দুটি অপশনে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য 19,999 টাকা এবং উচ্চতর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটি 21,999 টাকায় কেনা যাবে। এটিকে কসমিক ব্লু এবং ক্রিস্টাল ফ্লেক – এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

আগামী 27 মার্চ দুপুর 12 টাকা থেকে সেল শুরু হচ্ছে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart) এবং সারা দেশের রিটেইল স্টোরগুলিতে বিক্রির জন্য উপলব্ধ হবে। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের উপর ক্রেতারা 2,000 ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।

Vivo T3-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো টি3 তার পূর্বসূরি এবং একই প্রাইস সেগমেন্টের অন্যান্য ডিভাইসগুলির মতো প্লাস্টিকের বিল্ড সহ এসেছে। এছাড়া, এতে ফ্ল্যাট ফ্রেম রয়েছে এবং ক্যামেরাগুলি রিয়ার প্যানেলের ওপরের দিকে সামান্য উত্থিত আয়তক্ষেত্রাকার আইল্যান্ডে স্থাপন করা হয়েছে। হ্যান্ডসেটটির সামনে 6.67 ইঞ্চির সেন্টার্ড পাঞ্চ-হোল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে বর্তমান। এটি 2,400 x 1,080 পিক্সেল রেজোলিউশনের, 394 পিপিআই,1,800 নিট পিক ব্রাইটনেস লেভেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, ফোনটি MediaTek Dimesnity 7200 চিপসেট দ্বারা চালিত, যার সাথে 8 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ যুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো টি3-এ 44 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo T3-এর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ফ্লিকার সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। স্মার্টফোনটি ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং IP54 রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে। আর কানেক্টিভিটি জন্য, Vivo T3 ডুয়েল সিম, 5জি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করে।