ফোন গরম হওয়ার সমস্যা সমাধান করল Apple, বড় চমক আসছে iPhone 16 সিরিজে

আসন্ন Apple iPhone 16 সিরিজকে কেন্দ্র করে এখন গুজব-গুঞ্জন তুঙ্গে। iPhone 15 লাইনআপের তুলনায় একাধিক নয়া ফিচার ও আপগ্রেডের সাথে লঞ্চ হবে উত্তরসূরি মডেলগুলি। এক্ষেত্রে…

আসন্ন Apple iPhone 16 সিরিজকে কেন্দ্র করে এখন গুজব-গুঞ্জন তুঙ্গে। iPhone 15 লাইনআপের তুলনায় একাধিক নয়া ফিচার ও আপগ্রেডের সাথে লঞ্চ হবে উত্তরসূরি মডেলগুলি। এক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আসন্ন ডিভাইসগুলির ডিজাইন, ডিসপ্লে সাইজ, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, প্রসেসর এবং ক্যামেরা বিভাগের সম্ভাব্য আপগ্রেড সম্পর্কে আলোচনা করেছি। এখন আবার জানা গেছে, টেক জায়ান্টটি সম্ভবত iPhone 16 মডেলের ব্যাটারিতে কিছু পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে আরো ভালো হিট ডিসিপেশন অফার করবে।

ব্যাটারির কোটিং পরিবর্তন করবে Apple, ওভার হিটিংয়ের সমস্যায় ভুগবে না iPhone 16 মালিকেরা

লঞ্চের পর থেকে আইফোন ১৫ (iPhone 15) সিরিজের মডেলগুলির অতিরিক্ত গরম হওয়া নিয়ে বারংবার অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীরা। যারপর অ্যাপল সমস্যা ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে সফ্টওয়্যার আপডেট রিলিজ করেছিল। কিন্তু তাসত্ত্বেও সমস্যাটি পুরোপুরি ভাবে সমাধান করা যায়নি। এদিকে আর মাত্র তিন মাসের ব্যবধানে নতুন প্রজন্মের আইফোন বাজারে আসতে চলেছে। ফলে ভক্তরা ‘নতুন সিরিজেও ওভার হিটিংয়ের সমস্যা দেখা দেবে কিনা’ এই প্রশ্ন তুলছেন।

তবে আজ জনপ্রিয় টিপস্টার মাজিন বু (Majin Bu) X প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে – অ্যাপল আপকামিং আইফোন ১৬ মডেলের সাথে ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান করবে বলে দাবি করা হয়েছে।

টিপস্টারের পোস্ট অনুসারে, স্ট্যান্ডার্ড iPhone 16 মডেলে বিদ্যমান iPhone 15 হ্যান্ডসেটের প্রায় অনুরূপ আকৃতি এবং ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। তবে ব্যাটারির কোটিং বা আবরণে পরিবর্তন আনা হবে। অর্থাৎ পূর্বসূরি মডেলগুলিতে নরম ব্ল্যাক ফয়েল প্যাকেজিং যুক্ত ব্যাটারি দেওয়া হতো। কিন্তু আসন্ন হ্যান্ডসেটে ব্যবহার করা হবে মেটাল বা ধাতব আবরণ।

আসলে ব্ল্যাক ফয়েলের পারফরম্যান্স তাপ অপচয়ের ক্ষেত্রে বিশেষ ভালো না হওয়ায়, ডিভাইস তাড়াতাড়ি গরম হয়ে যায়। বিপরীতে মেটাল কেসিং, দীর্ঘ সময় ধরে ব্যবহারের কারণে ডিভাইসে উৎপাদিত তাপকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম। যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায়। এই কারণেই মনে হয় টিম কুকের সংস্থাটি ব্যাটারি কোটিং পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে জানা গেছে, আসন্ন সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ iPhone 16 -এ ৩,৫৯৭ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। তুলনার খাতিরে জানিয়ে রাখি, iPhone 15 মডেলে সামান্য কম অর্থাৎ ৩,৩৬৭ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বৃদ্ধি করার কারণ, উত্তরসূরি হ্যান্ডসেটটি যাতে উৎপাদিত তাপ নিয়ন্ত্রণ করতে এবং তুলনায় অধিক ব্যাটারির লাইফ প্রদান করতে পারে।

যেহেতু সিরিজের বেস মডেলে ব্যাটারি সংক্রান্ত পরিবর্তন নিয়ে আসা হবে, সেহেতু সম্ভাবনা আছে iPhone 16 লাইনআপের প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই অনুরূপ পরিবর্তন অর্থাৎ মেটাল ব্যাটারি কোটিং দেখা যাবে। জানিয়ে রাখি আসন্ন সিরিজের অধীনে – iPhone 16 -এর পাশাপাশি iPhone 16 Plus, iPhone 16 Pro, এবং iPhone 16 Pro Max সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে।