iPhone ইউজারদের ডেটা চুরির অভিযোগ Apple এর বিরুদ্ধে, মুখে কুলুপ সংস্থার

iPhone ব্যবহারকারীদের নিরাপত্তাকে কেন্দ্র করে সম্প্রতি Apple-কে এক বড়োসড়ো প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন বিশেষজ্ঞরা। হালফিলে এক নামজাদা সংস্থার গবেষকরা কার্পেটিনা ভিত্তিক টেক সংস্থাটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন যে, কোম্পানিটি নির্ঘাত ব্যবহারকারীদের পার্সোনাল ডিটেইলস ট্র্যাক করছে। Mysk-এর একাধিক টুইটে বলা হয়েছে, ‘ডিরেক্টরি সার্ভিসেস আইডেন্টিফায়ার’ বা ‘ডিএসআইডি’ (DSID)-র মাধ্যমে iPhone ব্যবহারকারীদের যাবতীয় কার্যকলাপ নাকি ট্র্যাক করে Apple। উল্লেখ্য যে, এই প্রসঙ্গে টেক কোম্পানিটির নিজস্ব ডিভাইস অ্যানালিটিক্স এবং প্রাইভেসি ফোরাম জানিয়েছে যে, সংস্থাটি এমন কোনো তথ্য সংগ্রহ করে না যার সহায়তায় ইউজারদেরকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে। আর DSID আদতে কোনো ইউজারনেম, ইমেইল, এবং iCloud অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা ডেটার সাথে যুক্ত। তাহলে গবেষকরা কেন Apple-এর বিরুদ্ধে এইরকম অভিযোগ এনেছেন? আসুন জেনে নিই।

ব্যবহারকারীদের ব্যক্তিগত বিষয়ে নাকি নজরদারি চালাচ্ছে Apple, দাবি গবেষকদের

গবেষকরা দাবি করেছেন যে, অ্যাপল ডিএসআইডির মাধ্যমে কোনো ব্যবহারকারীর অ্যাপ স্টোর ব্রাউজিং ডিটেইলস ট্র্যাক করতে পারে। তবে সেই ডেটাগুলিকে সংগ্রহ করে সংস্থাটি ঠিক কী করে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে অ্যাপলের ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসকে আরও উন্নত এবং বিকশিত করার জন্য তাদের ফার্স্ট-পার্টি অ্যাপ্লিকেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি (Siri)-র মাধ্যমে সিস্টেম ইনফর্মেশন সংগ্রহ করে। আবার, এই ইনফর্মেশনকে রিভিউ করার জন্যও সংস্থাটি ইউজারদেরকে একটি বিকল্প প্রদান করে থাকে। এর জন্য ব্যবহারকারীদের ধাপে ধাপে নিম্নোক্ত স্টেপগুলি অবলম্বন করতে হবে:
Settings > Privacy and security > Analytics and improvements > Analytics data
তদুপরি, কোম্পানির কাছে অ্যানালিটিক্স ডেটা পাঠানো বন্ধ করার জন্য প্রয়োজনীয় বিকল্পও ইউজারদের কাছে মজুত রয়েছে। তবে এত কিছু থাকা সত্ত্বেও অ্যাপল ডিএসআইডির মাধ্যমে আইফোনের অ্যাপ স্টোর থেকে ইউজার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে সক্ষম বলে গবেষকরা অভিযোগ করেছেন।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নাগাল পাওয়া Apple-এর পক্ষে মোটেই অসম্ভব নয়, জানালেন গবেষকরা

মিস্ক এক টুইটে জানিয়েছে, অ্যাপ স্টোরে কোনো অ্যাপ ব্রাউজ করার সময় ইউজারদের যাবতীয় কার্যকলাপ সম্পর্কে সবকিছু জানতে পারে অ্যাপল। কার্পেটিনো ভিত্তিক টেক সংস্থাটির কাছে কীভাবে ইউজারদের যাবতীয় ব্যক্তিগত তথ্য পৌঁছে যাচ্ছে, সে বিষয়ে বিশদে উল্লেখ করে তারা একটি ভিডিও শেয়ার করেছে। গবেষকরা আরও জানিয়েছেন যে, ব্যবহারকারীদের কাছে ডিএসআইডির হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, আর সেই কারণে অ্যাপলকে রোখাও কার্যত অসম্ভব বললেই চলে।

অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত মুখ বন্ধ রেখেছে Apple

এর পাশাপাশি Mysk-এর গবেষকরা একথাও দাবি করেছেন যে, Apple একটি JSON ফাইলের মাধ্যমে ব্যবহারকারীদের App Store-এর যাবতীয় কার্যক্রম ট্র্যাক করছে। উল্লেখ্য যে, ২০২১ সালের মে মাসে আইওএস ১৪.৬ (iOS 14.6) চালু করার পর থেকেই সংস্থাটি App Store-এর ক্রিয়াকলাপের ওপর নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই প্রসঙ্গে কার্পেটিনা ভিত্তিক টেক সংস্থাটির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago