অসম্ভব স্টাইলিশ ও দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ সহ Noise আনলো নতুন ওয়্যারলেস ইয়ারবাড

ভারতীয় কোম্পানি, Noise বাজারে নিয়ে এল Noise Buds Solo ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড (TWS), এটিই নয়েস তৈরী প্রথম ইয়ারবাড যেটিতে মিলবে হাইব্রিড অ্যাকটিভ নয়েস ক্যানসেলেশনের (ANC) সুবিধা। এছাড়াও Noise ঘোষণা করেছে ২৮শে ফেব্রুয়ারি আরেকটি ইয়ারবাড তারা আনতে চলেছে, যার নাম হবে Noise Buds Pop। এই ইয়ারবাডটির অন্যতম প্রধান ফিচার হবে, এনভায়রনমেন্ট নয়েস ক্যানসেলেশন (ENC) অর্থাৎ এই ইয়ারবাড ব্যবহারের সময় বাইরের শব্দও মার্জিত ভাবে প্রবেশ করবে। আসুন এই দুই ওয়্যারলেস ইয়ারফোনের দাম ও ফিচার জেনে নিই।

Noise Buds Solo ও Noise Buds Pop এর দাম

Noise Buds Solo TWS ইয়ারবাডটির ভারতে দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগ্রহীরা Noise এর ওয়েবসাইট থেকে একে কিনতে পারবেন।

অন্যদিকে Noise Buds Pop TWS ইয়ারবাডটি ২৮শে ফেব্রুয়ারি থেকে, Noise এর ওয়েবসাইট সহ অন্যান্য ই-কমার্স সাইটগুলির মাধ্যমে পাওয়া যাবে। এই ইয়ারবাডটি কেনা যাবে ২,৯৯৯ টাকায়।

Noise Buds Solo এর স্পেসিফিকেশন, ফিচার

আগেই বলেছি Noise Buds Solo TWS হল কোম্পানির প্রথম প্রিমিয়াম, হাইব্রিড অ্যাকটিভ নয়েস ক্যানসেলেশন (ANC) ফিচারযুক্ত ইয়ারবাড। কথাবার্তা বা চারপাশের শব্দ শোনার জন্য ইয়ারবাড যাতে কান থেকে না খোলার প্রয়োজন পড়ে তার জন্য এটিতে আছে ট্রান্সপ্যারেনসি মোড, যেটি ৩৫ ডেসিবেল পর্যন্ত নয়েস কমিয়ে দিতে পারে। ইয়ারবাডটিতে আছে তিনখানা মাইক সিস্টেম, ফলে ভয়েস ক্ল্যারিটির মান হবে সর্বোচ্চ। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে Noise Buds Solo TWS এর জুড়ি মেলা ভার। ফুল চার্জে এটি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। যদিও কোম্পানি জানিয়েছে, একটানা ব্যবহার করলে ইয়ারবাডটি ৭ ঘন্টা এবং অ্যাকটিভ নয়েস ক্যানসেলেশন (ANC) মোড অন রাখলে টানা ৫ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে।

এই ইয়ারবাডটি চারটি রঙে পাওয়া যাবে – চারকোল ব্ল্যাক, ইক্রু গোল্ড, সেজ গ্ৰিন এবং স্টোন ব্লু। ইয়ারবাডটিতে আছে স্মার্ট ডিটেকশন সেন্সর অর্থাৎ কখন ইয়ারবাডটি কান থেকে খোলা হচ্ছে বা কানে লাগানো হচ্ছে তা এটি জানতে সক্ষম। ফলে কান থেকে ইয়ারবাড খুলে ফেললে মিউজিক স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।

Noise Buds Pop এর স্পেসিফিকেশন ফিচার

Noise Buds Pop ইয়ারবাডটি তাদের জন্য যারা এতদিন অসম্ভব স্টাইলিশ ও পাওয়ারফুল অল ইন ওয়ান TWS ইয়ারবাড খুঁজছেন। এটিতে আছে চারটি মাইক ফলে দারুণ স্মুথ হবে কলিং এবং সাউন্ড এক্সপেরিয়েন্স। এই ইয়ারবাড ব্যবহারের সময় বাইরের শব্দও ট্রানসপিরেন্সি মোডের মাধ্যমে প্রবেশ করবে, ফলে হেডফোন কানে দিয়ে রাস্তাঘাটে যেমন দুর্ঘটনা ঘটে সেরকম হবার সম্ভাবনাও অনেক কমবে।

ইয়ারবাডটির অডিও কোয়ালিটি অসাধারণ এবং ৩০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর হাইপার সিঙ্ক টেকনোলজির মাধ্যমে আপনি পাবেন এক অবিশ্বাস্য সাউন্ড এক্সপেরিয়েন্স।

এই দুটি ইয়ারবাডের লঞ্চ প্রসঙ্গে গৌরব খাতরি, সংস্থার কো-ফাউন্ডার বলেছেন, “আমরা অত্যন্ত গর্ব বোধ করছি এই রকম অসাধারণ দুটি ইয়ারবাড লঞ্চ করে। আমরা সবসময় মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকি আর এই রকম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরী ইয়ারবাডদুটি একেবারে স্বতন্ত্র বৈশিষ্ট্য যুক্ত। আশাকরি প্রত্যেক ব্যবহারকারীর অভিজ্ঞতাও হবে অসাধারণ।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন