Asus ROG Phone 5s, ROG Phone 5s Pro লঞ্চ হল, ফোন হ্যাং করা কাকে বলে ভুলে যাবেন

ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনের বাজারে মহারথী Asus-এর আস্তিন থেকে বেরোল নতুন তাস। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গেমিং...
SHUVRO 17 Aug 2021 3:22 PM IST

ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনের বাজারে মহারথী Asus-এর আস্তিন থেকে বেরোল নতুন তাস। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গেমিং স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে তারা। গত এপ্রিলে লঞ্চ হওয়া Asus ROG Phone 5 সিরিজের সাক্সেসর হিসেবে ROG Phone 5s ও ROG Phone 5s Pro নিয়ে এসেছে তাইওয়ানের সংস্থাটি। ১৪৪ হার্টজ ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর, কোয়াড মাইক্রোফোনের সাথে OZO নয়েজ রিডাকশন প্রযুক্তি, সুপারফাস্ট চার্জিং, ডুয়েল ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার, হাই রেজ অডিও - Asus ROG Phone 5s ও ROG Phone 5s Pro-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

Asus ROG Phone 5s ও ROG Phone 5s Pro স্পেসিফিকেশন

৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত, এইচডিআর ১০ প্লাস সাপোর্টেড, ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে আসুস আরওজি ফোন ৫এস ও আরওজি ফোন ৫এস প্রো গেমিং স্মার্টফোনে। এর টাচ লেটেন্সি প্রতি মাত্র ২৪. এমএম। এর আগে কোনও স্মার্টফোনে এত কম টাচ লেটেন্সি দেখা যায়নি। সবচেয়ে পাওয়ারফুল স্ক্রিন প্রটেক্টর, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন দেওয়া হয়েছে এতে। আসুস আরওজি ফোন ৫এস এবং আরওজি ফোন ৫এস প্রো ফোনে ১৮ জিবি র‌্যাম (LPDDR5) পাওয়া যাবে। এছাড়া ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ (UFS 3.1) সহযোগে এসেছে ফোন দু'টি। সেইসঙ্গে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরের উপস্থিতির ফলে ইউজারেরা ভুলে যাবে যে, ডিভাইস হ্যাং করা বলে আদৌ কোনও বস্তু ছিল তো!

Asus ROG ফোন সিরিজের অন্যতম বিশেষত্ব আরজিবি লাইট প্যানেল। ROG Phone 5s ও ROG Phone 5s Pro এই বিশেষ ধরনের ব্যাক প্যানেল-সহ এসেছে। ফটোগ্রাফির জন্য রয়েছে তিনটি ক্যামেরা - ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল, ১২৫° আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। Asus ROG Phone 5s ও ROG Phone 5s Pro-এর সামনে দেওয়া হয়েছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে ROG Phone 5s ও ROG Phone 5s Pro। আবার এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুসের দাবি, আধ ঘন্টার মধ্যে ফোনগুলির ব্যাটারি ৭০ শতাংশ চার্জ হয়ে যাবে। ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে এক ঘন্টারও কম।

Asus ROG Phone 5s ও ROG Phone 5s Pro

আসুস আরওজি ফোন ৫এস-এর ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করলে দাঁড়ায় প্রায় ৮০,০০০ টাকা। অন্যদিকে, আরওজি ফোন ৫এস ১৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকার সমান।

আপাতত তাইওয়ানে ফোনগুলি উপলব্ধ। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে Asus ROG Phone 5s ও ROG Phone 5s Pro লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়। ভারতে দাম হতে পার ৬০,০০০ টাকার কাছাকাছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story