ব্যাটম্যান ফ্যানদের জন্য হাজির Asus ROG Phone 6 Batman Edition, দুর্দান্ত ফিচার সহ রয়েছে আরজিবি লোগো

আসুস আজ (১৯ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তাদের Asus ROG Phone 6D গেমিং স্মার্টফোন সিরিজটি লঞ্চ করেছে। এই লাইনআপে দুটি মডেল রয়েছে – ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate। তবে এই সিরিজের পাশাপাশি, ব্র্যান্ডটি ROG Phone 6 Batman Edition নামে একটি বিশেষ সংস্করণের হ্যান্ডসেটও আজ উন্মোচন করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, নতুন স্পেশাল এডিশনের স্মার্টফোনটি ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যানের থিমযুক্ত। এই মডেলটি উত্তর আমেরিকায় Qualcomm Snapdragon 8+ Gen 1 দ্বারা চালিত রেগুলার ROG Phone 6-এর অনুরূপ স্পেসিফিকেশন অফার করে। আর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া মডেলে MediaTek Dimensity 9000+ চিপসেট দ্বারা চালিত ROG Phone 6D-এর মতো স্পেসিফিকেশন রয়েছে। তবে রিয়ার প্যানেলে একটি আরজিবি (RGB) ব্যাটম্যান লোগো সহ কয়েকটি ডিজাইনের টুইস্টও লক্ষ্য করা যায়। ফোনটির নাইট ব্ল্যাক কালার অপশনটি ব্যাটম্যান অ্যাথেটিক্সের সাথে মিলে যায় এবং এতে কাস্টম ব্যাটম্যান থিম, লাইভ ওয়ালপেপার, চার্জিং অ্যানিমেশন এবং অলওয়েজ-অন ডিসপ্লে (AOD)-ও রয়েছে। চলুন Asus ROG Phone 6 Batman Edition-এর দাম ও স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

আসুস আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন-এর দাম ও লভ্যতা – Asus ROG Phone 6 Batman Edition Price and Availability

ইউরোপে আসুস আরওজি ফোন ৬ডি-ভিত্তিক আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন-এর দাম ১,১৯৯ ইউরো (প্রায় ৯৫,৬০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এটি আগামী সপ্তাহ থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তবে, কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য আরওজি ফোন ৬-ভিত্তিক এই নয়া হ্যান্ডসেটটির দাম এখনও প্রকাশ করেনি।

আসুস আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন-এর স্পেসিফিকেশন – Asus ROG Phone 6 Batman Edition Specifications

আগেই উল্লেখ করা হয়েছে যে, আসুস আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন দুটি ভ্যারিয়েন্টে এসেছে। উত্তর আমেরিকায়, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট সহ আরওজি ফোন ৬-এর মতো বৈশিষ্ট্যর সাথে এসেছে, যেখানে বিশ্ববাজারে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত আরওজি ফোন ৬ডি-এর অনুরূপ স্পেসিফিকেশন অফার করে। দুটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই পার্থক্যটি প্রধানত ডিজাইনে। এই হ্যান্ডসেটের পিছনের প্যানেলে ব্যাটম্যানের সাথে সম্পর্কিত বেশকিছু উপাদান (একটি আরজিবি ব্যাটম্যান প্রতীক সহ) রয়েছে। এছাড়া, এর অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সফ্টওয়্যারটিও ব্যাপকভাবে ব্যাটম্যান থিমযুক্ত। হ্যান্ডসেটটি একটি কাস্টমাইজড লক স্ক্রিন, লাইভ ওয়ালপেপার, আইকন প্যাক, চার্জিং অ্যানিমেশন, ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যানিমেশন, অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) শৈলী, সাউন্ড এফেক্ট ইত্যাদি অফার করে৷

Asus ROG Phone 6 Batman Edition-এ ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৪৮ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১,২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এতে ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Asus ROG Phone 6 Batman Edition-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা অবস্থান করছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ (Sony IMX766) প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এছাড়াও, এই বিশেষ সংস্করণের ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ট্রিপল মাইক্রোফোন এবং একটি রিয়ার আরওজি ভিশন ডিসপ্লে অন্তর্ভুক্ত রয়েছে। Asus ROG Phone 6 Batman Edition ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৬ই, জিএনএসএস (GNSS), এনএফসি, ডুয়েল সিম সাপোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করে।

উল্লেখ্য, ডিভাইসটি একাধিক অ্যাক্সেসরি দিয়ে ভরা একটি কাস্টমাইজড রিটেইল বক্সের সাথে আসবে। ক্রেতারা এই বক্সে একটি কাস্টমাইজড অ্যারো কেস, একটি হার্ড-শেল কেস, একটি চার্জার, একটি ইউএসবি কেবল, একটি সিম ইজেক্টর এবং একটি দুর্দান্ত ইউএসবি টাইপ-সি চালিত ব্যাট-সিগন্যাল সার্চলাইট মিনি-প্রজেক্টর পাবেন৷