সস্তা iPhone SE 2022 আসবে 5G সাপোর্ট ও শক্তিশালী প্রসেসর সহ

চলতি বছরে সবচেয়ে সস্তা iPhone অর্থাৎ iPhone SE এর নতুন ভার্সন লঞ্চ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পরিবর্তে, আগামী বছরে নেক্সট জেনারেশন Phone SE আত্মপ্রকাশ করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো (Ming Chi Kuo) আপকামিং iPhone SE 2022 স্মার্টফোনে দু’টি গুরুত্বপূর্ণ আপগ্রেড আসার কথা উল্লেখ করেছেন, যা এই এন্ট্রি লেভেল আইফোনের চাহিদা আরও বাড়িয়ে তুলবে বলেই টেকমহলের মত।

iPhone SE 2022 5G নেটওয়ার্ক সহ শক্তিশালী প্রসেসর পাবে

আইফোন এসই এর বর্তমান মডেলে এ১৩ বায়োনিক প্রসেসর রয়েছে। তবে কুয়োর মতে, আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপল প্রসেসর আপগ্রেড করার পথে হাঁটবে। আপগ্রেডের অর্থ, আপকামিং আইফোন এসই এ১৪ বায়োনিক প্রসেসর সহ আসতে পারে। সুপারফাস্ট পারফরম্যান্সের পাশাপাশি 5G সাপোর্টের জন্য এটি সুপারফাস্ট কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স দেবে।

প্রসঙ্গত, কুয়ো গত মার্চে নতুন iPhone SE এর অস্বিত্বের কথা সর্বপ্রথম জানিয়েছিলেন। সাম্প্রতিক রিপোর্টেও তিনি বলেছেন, iPhone SE 2022 (5G) চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হবে।

পুরনো মডেলের মতো নতুন iPhone SE 2022 5G তে একইরকম ডিজাইন থাকবে

কুয়োর মতে, বিদ্যমান ৪.৭ ইঞ্চি আইফোনের মতো আসন্ন আইফোন এসই ২০২২ একইভাবে ডিজাইন করা হবে। সুতরাং, আগের মতোই এতে বেজেল সহ সেই ছোট স্ক্রিনের দেখা মিলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন