মোবাইল গেমারদের স্বর্গ Asus Rog Phone নতুন অবতারে আসছে, থাকবে 16GB র‍্যাম

আসুস (ASUS)-এর ল্যাপটপ এবং পিসি (PC)-গুলি সারা বিশ্বে প্রসিদ্ধ হওয়ার পাশাপাশি, ব্র্যান্ডের ROG Phone সিরিজের গেমিং স্মার্টফোনগুলিও মোবাইল গেমারদের মধ্যে বেশ জনপ্রিয়। আসুস শীঘ্রই তাদের…

আসুস (ASUS)-এর ল্যাপটপ এবং পিসি (PC)-গুলি সারা বিশ্বে প্রসিদ্ধ হওয়ার পাশাপাশি, ব্র্যান্ডের ROG Phone সিরিজের গেমিং স্মার্টফোনগুলিও মোবাইল গেমারদের মধ্যে বেশ জনপ্রিয়। আসুস শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের ROG Phone 7 লাইনআপ লঞ্চ করবে জানা গেছে। এই সিরিজে ROG Phone 7, 7D এবং 7 Ultimate- এই তিনটি মডেল আসতে পারে। আর এখন ROG Phone 7D গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে।

ASUS ROG Phone 7D-কে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

AI_2205D মডেল নম্বর সহ আসুস আরওজি ফোন ৭ডি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। বেঞ্চমার্কিং তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনের মাদারবোর্ডের কোডনেম ‘কালামা’ (kalama), যা ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাথে মিলে যায়। চিপসেটে মোট আটটি কোর রয়েছে, যার মধ্যে তিনটি কোর ২.০২ গিগাহার্টজ এবং চারটি কোর ২.৮০ গিগাহার্টজ এবং একটি প্রাইমারি কোর ৩.১৯ গিগাহার্টজে রান করে।

এছাড়া, আরওজি ফোন ৭ডি-এর তালিকাভুক্ত ভ্যারিয়েন্টটি ১৬ জিবি র‍্যাম অফার করে, তবে লঞ্চের সময় ফোনটি একাধিক র‍্যাম ও স্টোরেজ বিকল্পে বাজারে আসতে পারে। বেঞ্চমার্ক ডেটাবেস অনুসারে, আসুসের এই হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে। আর বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, আরওজি ফোন ৭ডি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ২,০১২ এবং ৫,৬৯৭ পয়েন্ট স্কোর করেছে।

সূত্রের দাবি, ASUS ROG Phone 7 সিরিজে ১৬৫ গিগাহার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ROG Phone 7D- এর পাশাপাশি রেগুলার এবং ‘Ultimate’ ভ্যারিয়েন্টগুলিও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড মডেলটি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে, যেখানে ASUS ROG Phone 7 Ultimate মডেলটি সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজের সাথে আসবে। আসুসের এই গেমিং স্মার্টফোন সিরিজটি এবছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মার্কেটে লঞ্চ হতে পারে