বিনামূল্যে পছন্দের সিনেমা দেখে আসুন, ভ্যাকসিন নিলে সুযোগ দিচ্ছে PVR cinemas

কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই সীমিত সংখ্যক দর্শক নিয়ে সিনেমাহল খোলার সরকারি নির্দেশ শোনা গেছে। আমাদের রাজ্যে তো বটেই, দেশের অন্যত্রও একই ধরনের নির্দেশ বলবৎ হওয়ার ফলে হল কর্তৃপক্ষ এবং সিনেমাপ্রেমী আপামর জনতার মুখে হাসি ফুটেছে। এই হাসিকে দ্বিগুণ করতেই পিভিআর সিনেমা (PVR Cinemas) দর্শকদের জন্য ফাটাফাটি সুযোগের কথা ঘোষণা করলো। যদিও সমস্ত দর্শক নয়, বরং কেবলমাত্র করোনার টিকাপ্রাপ্ত দর্শকদের জন্য এই সুযোগ কার্যকর থাকবে। যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেই সমস্ত মানুষ এক্ষেত্রে উপরোক্ত সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সিনেমার টিকিট পেয়ে যাবেন।

PVR Cinemas বিনামূল্যে সিনেমার টিকিট দিচ্ছে

আজ্ঞে হ্যাঁ, করোনার টিকা যে আপনাকে শুধু ভাইরাসের হাত থেকে সুরক্ষা দেবে সেটুকুই নয় – একইসাথে এই টিকা আপনাকে পিভিআর সিনেমায় মনোরঞ্জন কুড়োবার সুযোগ করে দেবে। পিভিআর সিনেমার এই সাম্প্রতিক অফারটি ‘JAB’ নামের সঙ্গে প্রকাশ্যে এসেছে। অফার অনুযায়ী টিকার প্রয়োজনীয় দুটি ডোজ গ্রহণ করে থাকলে আপনি নিকটবর্তী পিভিআর থিয়েটারে সিনেমা দেখার জন্য মনোনীত হবেন এবং এক্ষেত্রে আপনাকে নিজের পকেট থেকে এক টাকাও খরচ করতে হবে না! তাছাড়া অফারের কারণেই একটি পপকর্ণ টাব কিনলে সংস্থার তরফ থেকে আপনার জন্য থাকছে বিনামূল্যে আরো একটি পপকর্ণ টাব!

আগামী ১২ আগস্ট, ২০২১ পর্যন্ত পিভিআর সিনেমার উপরোক্ত অফারটি বলবৎ থাকবে। এটি টিকাপ্রাপ্তদের নিজের পছন্দ অনুযায়ী যে কোন ভাষার সিনেমা বেছে নেওয়ার সুযোগ দেবে। তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ ও পন্ডিচেরী বাদে দেশের অন্যান্য রাজ্যগুলিতে অফারের লাভ ওঠানো যাবে। হলমুখী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এর ফলে জনতার মধ্যে টিকা গ্রহণের উৎসাহ বৃদ্ধি পাবে বলেও সংস্থার পক্ষ থেকে দাবী করা হয়েছে।

আলোচ্য অফারের সুবিধা উপভোগের জন্য টিকাপ্রাপ্তদের BookMyShow অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট বুক করতে হবে। সঙ্গীকে সাথে করে নিয়ে যেতে চাইলে অবশ্য আরেকটি টিকিট কাটার সুবিধা থাকছে। অফারের সৌজন্যে দ্বিতীয় টিকিট ক্রয়ের ক্ষেত্রেও আগ্রহী পুরো ১৫০ টাকা ছাড় পেয়ে যাবেন। সুতরাং সিনেমাপ্রেমী সচেতন নাগরিক হলে তার পরিণাম যে কতটা ভালো হতে পারে পিভিআর সিনেমার (PVR Cinemar) আলোচ্য অফার তার প্রমাণ!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন