Categories: Mobiles

iPhone 15-ও ফেল! ভারতে লাখ টাকার স্মার্টফোন আনল Asus, কী এমন বিশেষত্ব

গতকাল লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৪ (CES 2024) ইভেন্টে মোবাইল গেমারদের লক্ষ্য করে Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro লঞ্চ হয়েছে। গেমিং ফোনগুলি উন্নত পারফরম্যান্স সহ একাধিক উল্লেখযোগ্য স্পেসিফিকেশনও অফার করে। এর পাশাপাশি, আগের সমস্ত ROG Phone-এর তুলনায় ভিন্ন ডিজাইনও দেখা যায়। আমেরিকায় গতকাল ROG Phone 8 সিরিজের মূল্য ঘোষণা হয়েছিল। আর আজ তাইওয়ানের কোম্পানিটি ভারতে Asus ROG Phone 8 Pro-এর দাম প্রকাশ করেছে।

ভারতে Asus ROG Phone 8 Pro এর দাম

আসুস আরওজি ফোন ৮ এবং আরওজি ফোন ৮ প্রো প্রায় অভিন্ন স্পেসিফিকেশন অফার করে। তবে কিছু পার্থক্য রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড মডেলটির পিছনে একটি অরা আরজিবি এলইডি (Aura RGB LED) লোগো দেখা যায়, আর প্রো ভ্যারিয়েন্টের পিছনে একটি অ্যানিমে ভিশন) AniMe Vision) মিনি-এলইডি সিস্টেম রয়েছে৷ এছাড়া, দুটি ফোনের র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। ভারতে, কোম্পানি শুধুমাত্র দুটি ভ্যারিয়েন্টে আসুস আরওজি ফোন ৮ প্রো অফার করবে বলে জানা গেছে।

আসুস ঘোষণা করেছে যে, প্রো মডেলটির ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৯৪,৯৯৯ টাকা। অন্যদিকে, আসুস আরওজি ফোন ৮ প্রো-এর উচ্চতর ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণটি ১,১৯,৯৯৯ টাকায় বিক্রি হবে। এটি শুধুমাত্র ফ্যান্টম ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ব্র্যান্ডটি এরসাথে এরোঅ্যাক্টিভ কুলার এক্স (AeroActive Cooler X) অ্যাক্সেসরিটি ৫,৯৯৯ টাকায় বিক্রি করছে।

আসুস এখনও আরওজি ফোন ৮ প্রো বিক্রির তারিখ ঘোষণা করেনি। তবে, এটা নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি বিজয় সেলস (Vijay Sales), আসুস এক্সক্লুসিভ স্টোর, আসুস আরওজি স্টোর এবং আসুস ই-শপের মাধ্যমে বিক্রি করা হবে।

Asus ROG Phone 8 Pro-এর স্পেসিফিকেশন

Asus ROG Phone 8 Pro-তে ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড এলটিপিও (Samsung AMOLED LTPO) প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১৬৫ হার্টজ হাই রিফ্রেশ রেট, ২,৫০০ নিট পিক ব্রাইটনেস, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গরিলা গ্লাস ভিক্টাস ২-এর সুরক্ষা প্রদান করে৷ ROG Phone 8 Pro-এ ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক আরওজি ইউআই (ROG UI) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Asus ROG Phone 8 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ওআইএস-সহায়ক একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করছে। আর ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Asus ROG Phone 8 Pro-এ ৬৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago