Asus Zenbook 14 Flip OLED ল্যাপটপ লঞ্চ হল Ryzen 9 প্রসেসর সহ, ব্যবহার করতে পারবেন ট্যাবলেট হিসেবেও

আজ অর্থাৎ ২১শে মার্চ ZenBook 14 Flip OLED নামের একটি নতুন ল্যাপটপ ভারতে লঞ্চ করলো তাইওয়ান ভিত্তিক বহুজাতিক টেক ব্র্যান্ড Asus। সংস্থার দাবি অনুসারে, এই ডিভাইসটি বিশ্বের সর্বাধিক ‘স্লিমেস্ট’ ১৪ ইঞ্চির কনভার্টেবল ল্যাপটপ, যাতে 2.8K OLED ডিসপ্লে আছে। আবার ল্যাপটপটি, ৩৬০-ডিগ্রি এরগোলিফ্ট হিঞ্জ ডিজাইনের সাথে এসেছে। যার দরুন যেকোনো কোণ তথা অবস্থানে ফ্লিপ করে অথবা ট্যাবলেট রূপে এই ডিভাইসটিকে ব্যবহার করা যাবে। ইন্টারনাল স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ল্যাপটপটি ইন্টিগ্রেটেড এএমডি রেডিয়ন গ্রাফিক্স সহ সর্বাধিক এএমডি রাইজেন ৯ সিপিইউ ভার্সন সহযোগে এসেছে। এছাড়া এতে, ১৬ জিবি র‌্যাম, ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি, ম্যাজিকাল নম্বরপ্যাড ২.০ সমন্বিত ব্যাকলিট কী-বোর্ড ইত্যাদি বিদ্যমান। চলুন Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপের দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপ দাম ও লভ্যতা

ভারতে, আসুস জেনবুক ১৪ ফ্লিপ ওএলইডি ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৯১,৯৯০ টাকা থেকে। এই দাম, এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি সমন্বিত বেস ভ্যারিন্টের। অন্যদিকে, এএমডি রাইজেন ৭ ৫৮০০এইচ, ১৬ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ সহ আসা ভ্যারিয়েন্টটির দাম ১,১২,৯৯০ টাকা রাখা হয়েছে। আর, এএমডি রাইজেন ৯ ৫৯০০এইচএক্স প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট এসএসডি যুক্ত টপ-এন্ড মডেলের দাম থাকছে ১,৩৪,৯৯০ টাকা।

Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপের এই তিনটি মডেলের সাথেই এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেওয়া হবে। আর উপলব্ধতার কথা বললে, আজ থেকে ই-কমার্স সাইট Amazon, Flipkart এবং সংস্থার ই-শপ সহ যাবতীয় অনলাইন স্টোরের মাধ্যমে এই ল্যাপটপটি কেনা যাবে।

Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপ স্পেসিফিকেশন

আসুস জেনবুক ১৪ ফ্লিপ ওএলইডি ল্যাপটপ, টাচ সাপোর্ট সহ একটি ১৪ ইঞ্চির ২.৮কে (২,৮৮০x১,৮০০ পিক্সেল) ১০-বিট OLED নিও-এজ ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬:১০ এসপেক্ট রেশিও, ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সহ এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ইন্টিগ্রেটেড এএমডি রেডিয়ন গ্রাফিক্স সহ অক্টা-কোর এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ বা ৭ ৫৮০০এইচ অথবা ৯ ৫৯০০এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলবে। আর স্টোরেজ হিসাবে এতে, ৪,২৬৬ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেটের ১৬ জিবি LPDDR4X র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত M.2 NVMe PCIe Gen 3 SSD পাওয়া যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপে রয়েছে একটি এইচডি রেজোলিউশনের ওয়েবক্যামেরা, যাতে একটি ইলেকট্রনিক প্রাইভেসি শাটার আছে। এছাড়া, ম্যাজিক নম্বরপ্যাড ২.০ ট্র্যাকপ্যাড সমন্বিত একটি ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ড এবং বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত থাকছে। জেনবুক সিরিজের এই ল্যাপটপে, হারম্যান-কার্ডন (Harman-Kardon) সাউন্ড সিস্টেম বিদ্যমান। আর, ভিডিও চ্যাটের সময় অ্যাম্বিয়েন্ট নয়েজ কমাতে ডিভাইসটিতে আসুস এআই নয়েজ-ক্যান্সেলিং অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Asus ZenBook 14 Flip OLED, একটি অ্যালুমিনিয়াম অ্যালয় লিড এবং চ্যাসিসের সাথে এসেছে। আবার কানেক্টিভিটির জন্য এতে, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.০, দুটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই ২.০ পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার এবং একটি ৩.৫ মিমি কম্বো অডিও জ্যাক অন্তর্ভুক্ত। Asus ZenBook 14 Flip OLED ল্যাপটপে পাওয়ার ব্যাকআপের জন্য একটি ৬৩Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। পরিশেষে, ডিভাইসটির পরিমাপ ৩১১x২২৩x১৫..৯ মিমি এবং ওজন ১.৪ কেজি।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago