মাত্র ১৮ হাজার টাকায় লঞ্চ হল AVITA Essential ল্যাপটপ, পাবেন ৩ হাজার টাকা ছাড়

ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে আমেরিকান কোম্পানি Avita। প্রিমিয়াম ফিচারের সাথে সস্তায় আসা এই অভিটা ল্যাপটপ এখন একশ্রেণী ল্যাপটপ ক্রেতার প্রথম পছন্দ। আর তাদের জন্যই…

ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে আমেরিকান কোম্পানি Avita। প্রিমিয়াম ফিচারের সাথে সস্তায় আসা এই অভিটা ল্যাপটপ এখন একশ্রেণী ল্যাপটপ ক্রেতার প্রথম পছন্দ। আর তাদের জন্যই আজ AVITA Essential নামের আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে এল কোম্পানি। এই ল্যাপটপটির দাম ২০,০০০ টাকার কম। এমনকি Amazon Great Indian Festival সেলে ল্যাপটপটি আরও ৩,০০০ টাকা কমে পাওয়া যাবে।

নতুন AVITA Essential ল্যাপটপে ফুল এইচডি রেজোলিউশন (১৯২০×১০৮০ পিক্সেল) যুক্ত ১৪ ইঞ্চির ডিসপ্লে আছে। যেখানে সুপার থিন (পাতলা) বেজেল ডিজাইন পাবেন। এটি IPS (ইন-প্লেন স্যুইচ) অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন এবং ওপরে আছে 2M ওয়েবক্যাম। এছাড়া এতে Intel UHD Graphics 600 এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ফিচারের কথা বললে, ল্যাপটপটি উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমে চলে। এতে ৪ জিবি র‌্যাম (LPDDR4) এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি SATA SSD স্টোরেজ রয়েছে। এছাড়া এই নতুন Avita ল্যাপটপে একটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ৩.০ টাইপ-এ পোর্ট, মাইক্রো-এসডি কার্ড রিডার, হেডফোন জ্যাক এবং পাওয়ার জ্যাক পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে বিল্ট-ইন ব্লুটুথ টেকনোলজি। অন্যদিকে সাউন্ড আউটপুটের জন্য আছে ০.৮ ওয়াটের দুটি স্পিকার।

এই ল্যাপটপটি ৬ ঘন্টার ব্যাটারি লাইফ সরবরাহ করে। এর ওজন মাত্র ১.৩৭ কেজি, অর্থাৎ এটি খুব সহজেই বহন করা সম্ভব। এটি তিনটি কালার ভ্যারিয়েন্টে (ম্যাট হোয়াইট, ম্যাট ব্ল্যাক এবং কংক্রিট গ্রে) উপলব্ধ হবে। AVITA Essential এর দাম পড়বে মাত্র ১৭,৯৯০ টাকা। ক্রেতারা, ল্যাপটপটির ওপর ২ বছরের অনসাইট ওয়ারেন্টি পাবেন।

প্রোডাক্টটির লঞ্চ সম্পর্কে সংস্থার রিজিওনাল বিজনেস ডিরেক্টর সীমা ভাটনগর বলেছেন, তারা ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের লেটেস্ট ডিভাইসটি ভারতীয় বাজারে আনতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। AVITA Essential – সংস্থার গভীর সংকল্প এবং অধ্যবসায়ের ফল। তারা আশা করছেন এই সাশ্রয়ী মূল্যের নতুন ডিভাইসটি তার ডিজাইন এবং প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।