Mahindra Supro Excel: মাইলেজ অনবদ্য, 6 লাখেই দুর্দান্ত মিনি ট্রাক আনল মাহিন্দ্রা, চলবে CNG-তেও

যাত্রীবাহি গাড়ির পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক যানবাহন তৈরিতেও সুদক্ষ মাহিন্দ্রা (Mahindra)। সংস্থার ছোট পিকআপ ট্রাকগুলি বাজারে বেশ জনপ্রিয়। নতুন বছরে তাদের প্রথম স্মল কমার্শশিয়াল ভেহিকেল বা এসসিভি (SCV) হিসাবে গতকাল সংস্থাটি লঞ্চ করেছে Supro Profit Truck Excel। যা ডিজেল ও সিএনজি, উভয় অপশনে মিলবে। ডিজেল ভার্সনের দাম ৬.৬১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু এবং সিএনজি ভার্সনের মূল্য ৬.৯৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

Mahindra Supro Truck: পেলোড

Supro Profit Truck Excel-এ বেশি মাইলেজ পাওয়ার বিষয়ে জোর দিয়েছে মাহিন্দ্রা। আবার ভারোত্তোলন ক্ষমতাও যথেষ্ট প্রশংসনীয়। ডিজেল ভার্সনে চাপানো যাবে ৯০০ কেজি পণ্য, যেখানে সিএনজি ডুও ভ্যারিয়েন্টের ওজন বহনের ক্ষমতা ৭৫০ কেজি। ট্যাঙ্ক জ্বালানিতে ফুল থাকলে ৫০০ কিলোমিটার পথ ছোটা যাবে।

Mahindra Supro Truck: ইঞ্জিন ও স্পেসিফিকেশন

Supro Profit Truck Excel-এ দেওয়া হয়েছে একটি ১৯.৪ কিলো ওয়াট ডিরেক্ট ইঞ্জেকশন ডিজেল ইঞ্জিন। আবার সিএনজি ভার্সনে রয়েছে ২০.০১ কিলোওয়াট পজিটিভ ইগনিশন সিএনজি ইঞ্জিন। আউটপুট যথাক্রমে ৫৫ এনএম ও ৬০ এনএম টর্ক। ট্রাকটির হুইলবেস ২৫০ কেজি এবং ফাইভ-স্পিড ট্রান্সমিশন সহ এসেছে।

Mahindra Supro Truck: মাইলেজ

Supro Profit Truck Excel-এর ডিজেল ভার্সন এক লিটার তেলে ছুটবে ২৩.৬ কিলোমিটার। যেখানে Supro Profit Excel CNG Duo-তে রয়েছে ১০৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক। এটি ১ কেজি জ্বালানিতে ২৪.৮ কিলোমিটার পথ চলতে সক্ষম।