Realme C53 Price Cut

শেষ সুযোগ, 10000 টাকার কমে 108MP ক্যামেরার Realme ফোন, পাবেন 12GB পর্যন্ত র‌্যাম ও 128GB স্টোরেজ

রিয়েলমি সবসময় বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচারের ফোন লঞ্চ করার জন্য পরিচিত, এর মধ্যে Realme C53 খুবই স্পেশাল। ১০,০০০ টাকার কম দামে আসা এই ডিভাইসে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২৮ জিবি স্টোরেজের। আবার ডিভাইসটি উচ্চ-রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং অ্যাপল আইফোনের অনুরূপ রিয়ার প্যানেল ডিজাইনের সাথে এসেছে। Flipkart Realme Days সেলের শেষ দিনে আজ Realme C53 কম দামে কেনা যাবে। এই ফোনের উপর ফ্লাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।

Realme C53 এভাবে কম দামে কিনুন

রিয়েলমি সি৫৩ ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্টে ১৬ শতাংশ ছাড়ের পর এটি পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে যারা পেমেন্ট করবেন, তাদের ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও ৯,৪০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যাবে।

Realme C53 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৫৩ ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে, যা ২.৫ডি গ্লাসের সঙ্গে এসেছে। আবার এই ডিসপ্লে ৪৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে টি৬১২ অক্টা-কোর প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। আবার ডায়নামিক র‌্যাম ফিচারের মাধ্যমে এর র‌্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।  

এদিকে ৭.৯৯ মিমি পুরু Realme C53 এর ব্যাক প্যানেলে রয়েছে থ্রি-রিং ক্যামেরা মডিউল, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ উপস্থিত। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।