ফোনের ক্যামেরায় বাজিমাত, সেরা তিনটি Camera Smartphones-এর খোঁজ আপনার জন্য

একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের নানাবিধ চাহিদা থেকে থাকে। সেক্ষেত্রে কেউ উন্নত ডিসপ্লে প্যানেল বা অ্যাডভান্স প্রসেসর খোঁজেন, তো কারোর আবার দীর্ঘ ব্যাটারি লাইফের আশা থাকে। তবে উল্লেখিত ফিচার ছাড়াও একটি স্মার্টফোন কেনার সময় বিশেষভাবে যে বৈশিষ্ট্যটি আমাদের দেখে নেওয়া উচিত, তা হল ফোনের ক্যামেরা। কেননা ফোনের পারফরম্যান্স বা ব্যাটারি যতই দুর্দান্ত বা উন্নত হোক না কেন, আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলি কিন্তু শুধুমাত্র ক্যামেরার মাধ্যমেই বন্দি করা যায়। তাই কোনো ফোনের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা সেন্সরগুলি উৎকর্ষমানের হওয়া দরকার। আপনিও যদি এমনি একটি উন্নত ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা ভারতের বাজারে বিদ্যমান এমন ৩টি সেরা মিড-রেঞ্জ হ্যান্ডসেটের হদিস দেব, যেগুলি নানাবিধ ‘ক্যামেরা-কেন্দ্রিক’ মোড সহ এসেছে। সেক্ষেত্রে, এই তালিকায়, Xiaomi, Realme এবং Oppo এর মতো নামজাদা ব্র্যান্ডের স্মার্টফোন সামিল আছে, যেগুলির দাম ৩০,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। চলুন তাহলে এবার ভালো ক্যামেরা সেটআপ যুক্ত কয়েকটি সেরা স্মার্টফোনের দাম ও ফিচার প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

৩০,০০০ টাকার কমে উপলব্ধ ৩টি সেরা ক্যামেরা স্মার্টফোনের তালিকা

Realme 9 Pro Plus : রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে ২.৫ডি (2.5D) কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার এসপেক্ট রেশিও ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম ওএসে রান করে। ক্যামেরা ফন্টের কথা বললে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল SONY IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ SONY IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। এই প্রাইমারি সেন্সরটি সংস্থার নিজস্ব প্রোলাইট ইমেজিং টেকনোলজির সাথে এসেছে, যা আরও ভাল আলো গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। তদুপরি ফোনটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের SONY IMX471 সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনে ৬০ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম : Realme 9 Pro Plus স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৪,৯৯৯ টাকা। ফোনটি – সানরাইজ ব্লু, অরোরা গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Xiaomi Mi 11i HyperCharge : শাওমি এমআই ১১আই হাইপারচার্জ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ, ব্রাইটনেস ১২০০ নিট পিক। শাওমির এই ফোনটি ৬এনএম ফেব্রিকেশন প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল, ডুয়েল ISO সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (HM2), ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। উক্ত ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকছে।

দাম : Xiaomi Mi 11i HyperCharge স্মার্টফোনের দাম ২৬,৯৯৯ টাকা। এটিকে – ক্যামো গ্রিন, প্যাসিফিক পার্ল, পার্পল মিস্ট এবং স্টিলথ ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

Oppo Reno 7 5G : ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১২ কাস্টম স্কিন দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকছে। ওপ্পো-র এই ৫জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর নিরাপত্তার জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

দাম : Oppo Reno 7 5G স্মার্টফোনের দাম ২৮,৯৯৯ টাকা। এটিকে – স্টারি ব্ল্যাক এবং স্টারি ব্ল্যাক কালারে পাওয়া যাবে৷

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago