Categories: Mobiles

চুটিয়ে খেলুন Free Fire থেকে Call Of Duty, সাধ্যের মধ্যে সেরা 5 গেমিং ফোন দেখে নিন

গেমিং ফোনের চাহিদা দিনকে দিন হুহু করে বাড়ছে। আর সেই কথা মাথায় রেখে স্মার্টফোন (Smartphone) কোম্পানিগুলিও তাদের ফোনে আরো বেশি র‍্যাম ও স্টোরেজ, পাওয়ারফুল প্রসেসর ও বড় ডিসপ্লে অফার করছে। এই কারণে ডিভাইসগুলির দামও কিছুটা বেশি। তাই আপনি যদি কোনো ভালো গেমিং ফোনের সন্ধানে থাকেন, তাহলে আপনাকে ৩০ হাজার টাকার কাছাকাছি বাজেট রাখতে হবে। আজকের প্রতিবেদনে আমরা এই রেঞ্জের পাঁচটি ফোনের বিষয়ে বলবো, যেগুলিতে কল অফ ডিউটি (Call Of Duty), গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) এবং কয়েন মাস্টারের (Coin Master) মতন গেমগুলি কোনো সমস্যা ছাড়া খেলা যাবে। চলুন এই গেমিং ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) OnePlus Nord CE 3 5G

ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড প্যানেল। পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪১২×১০৮০ পিক্সেল ফুলএইচডি প্লাস রেজোলিউশন অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর। ডিভাইসটি ৮/১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর এই স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসটির সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

২) Realme 11 Pro Plus

এই হ্যান্ডসেটে আছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এর পিছনে দেওয়া হয়েছে প্রিমিয়াম ভেগান চামড়ায় তৈরি ব্যাক কভার যা ৩ডি টেক্সচার অফার করে। গেমিং পারফরম্যান্স বাড়ানোর জন্য এতে হাইপার ইঞ্জিন উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এই ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 SuperOIS প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

৩) Samsung Galaxy F54 5G

স্যামসাংয়ের ডিভাইসটিতে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আর এতে ৬০০০ এমএএইচের একটি বিশাল ব্যাটারিও দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং তার এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল (OIS) নো শেক ক্যামেরা ফিচার অফার করছে। কোম্পানির মতে তাদের এই ফোনটি গেমিংয়ের জন্য সেরা।

৪) Nothing Phone 1

গেমিংয়ের জন্য অন্যতম বলে বিবেচিত নাথিং-এর এই ফোনে ৬.৫৫ ইঞ্চি নমনীয় OLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য আছে কোয়ালকম স্নাপড্রাগণ টিএম ৭৭৮জি+ চিপসেট। ফটোগ্রাফির জন্য নাথিং ফোন ১ এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX766 সেন্সর দেওয়া হয়েছে, যা OIS এবং EIS সমর্থন করে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আবার ফোনে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে।

৫) Infinix GT 10 Pro

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা ইনফিনিক্স-এর এই ফোনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। আর এই গেমিং ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যবহারকারীরা এই ফোনে ৮ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধাও পাবেন। কোম্পানি এই ডিভাইসটির সাথে ৫০০০ এমএএইচ ব্যাটারি দিচ্ছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

15 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

60 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago