Women’s Day: নারী দিবসে উপহার দিন এই ৫টি ব্র্যান্ডেড Smartphone, দাম 20000 টাকার কম

আজ নারী দিবস, হোলির রঙের সাথে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মহিলাদের বিশেষভাবে শুভেচ্ছা-শ্রদ্ধা-ভালোবাসা জানানোর দিন। সেক্ষেত্রে যদি আপনি এই উপলক্ষে মা, বোন, স্ত্রী, বান্ধবী, প্রেমিকা স্থানীয় কাছের সম্পর্কগুলির নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের প্রতি সম্মান জানাতে একটি স্মার্টফোন উপহার দিতে চান, তাহলে আপনার আপনার অত্যন্ত কাজে আসবে আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ, আজ আমরা ২০,০০০ টাকার কমে উপলব্ধ পাঁচ-পাঁচটি সেরা স্মার্টফোনের কথা বলব, যেগুলিতে কম বাজেটে সেরা ফিচার পাওয়া যাবে।

বাজেট ২০,০০০ টাকা? নারী দিবসে উপহার দিতে পারেন ৫টি ফোন

১. Poco M4 Pro 5G: ফ্ল্যাগশিপ কিলার হিসেবে লঞ্চ হওয়া শাওমি (Xiaomi)-র এই মিড-রেঞ্জ পোকো ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। অন্যদিকে এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এক্ষেত্রে এই ফোনের ৬ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৩,৪৯৯ টাকা।

২. iQOO Z6 Lite 5G: ভিভো (Vivo)-র সাবব্যান্ডের এই ফোনে আপনারা পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৫৮ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে গেলে ১৫,৪৯৯ টাকা খরচ হবে। তবে এর চার্জিং অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হবে।

৩. Samsung Galaxy F23 5G: এই ফোনটি স্যামসাংয়ের বাজেট রেঞ্জের অন্যতম সেরা ৫জি ফোন যাতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির ফিচার উপলব্ধ। আবার এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও দেখা যাবে। সেক্ষেত্রে এটির ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে গেলে আপনাকে ব্যয় করতে হবে ১৫,৮৪০ টাকা এবং এতেও আলাদা করে চার্জার কেনার প্রয়োজন হবে।

৪. Poco X4 Pro 5G: পোকো সিরিজের এই স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এর ৬ জিবি/৬৪ মডেলের মূল্য ১৫,৯৯৯ টাকা।

৫. Motorola G62 5G: এই ফোনটির ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। তবে আপনারা চাইলে এর ৬ জিবি/১২৮ জিবি মডেলটি ১৫,৯৯৯ টাকায় কিনতে পারেন। ফিচার বলতে এতে মিলবে ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

উল্লেখ্য, এই সমস্ত ফোন আপনারা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) বা ফ্লিপকার্ট (Flipkart)-এর মত শপিং প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন, যেখানে ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারের মত স্কিম কাজে লাগিয়ে আপনারা সাশ্রয় করতে সক্ষম হবেন।