Best 5G Smartphone Under 12000

12 হাজার টাকা বাজেটে 5G ফোন কিনবেন? এই 4 মডেলে পাবেন ভালো ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি

5G Phones Under 12000: এই মুহূর্তে ভারতের রোজনামচার সাথে জায়গা করে নিয়েছে 5G, Jio এবং Airtel কোম্পানির হাত ধরে দেশের অধিকাংশ মানুষ অতিরিক্ত কোনো খরচ ছাড়াই এই নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারছেন। যদিও 5G সাপোর্টের সাথে আরও আধুনিক ফিচারযুক্ত স্মার্টফোনের দাম এমনিতে একটু বেশি, তবে আপনি যদি সাশ্রয়ী মূল্যে তথা ১৫ হাজার টাকার কমে একটি 5G ফোন কিনতে চান, তাহলেও বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আসলে ভারতের বাজারে এই বাজেটে বেশ কয়েকটি 5G স্মার্টফোন উপলব্ধ, যেগুলিতে আপনি ভালো ক্যামেরা সেটআপ, শক্তিশালী ডিসপ্লে এবং বিশাল ব্যাটারির মতো একাধিক কাজের ফিচার পাবেন। তো আসুন, এখন কয়েকটি সেরা লো বাজেট 5G ফোনের তালিকা দেখে নিই।

১৫,০০০ টাকার কমে এগুলি সেরা 5G স্মার্টফোন

১. POCO M6 Pro 5G: এই ফোনটি ১১,০০০ টাকার কম দামে কেনা যাবে।

ফিচার বলতে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট পাওয়া যাবে। সাথে থাকবে IP53 রেটিং।

২. Infinix Hot 20 5G: এটি ১৭,০০০ টাকার বেশি দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন এটি ১২,০০০ টাকার কম দামে কেনা যাবে।

ইনফিনিক্সের এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে৷

৩. Lava Blaze 5G: এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অফার করবে।

৪. Redmi 12 5G: এই ফোনের দাম পড়বে ১১,৯৯৯ টাকা।

এটি কিনলে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার হাতে পাওয়া যাবে।