best 5g smartphones under 20000 rs to buy in this june available on amazon check features

কোনটি নেবেন? 20,000 টাকার কমে ‘বেস্ট’ এই 5G ফোনগুলি, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে সবই দুর্দান্ত

Top Smartphones under 20000: ভারতের 5G স্মার্টফোনের বাজার দ্রুত ফুলে-ফেঁপে উঠছে, কেননা এই নতুন প্রজন্মের মোবাইল ফোনগুলির চাহিদা বেড়েই চলেছে। অন্যদিকে কোম্পানিগুলিও কম দামে প্রিমিয়াম ফিচারওয়ালা 5G ফোন লঞ্চ করছে। সেক্ষেত্রে আপনি যদি এখন একটি নতুন হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করে থাকেন এবং আপনার বাজেট সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত হয়, তাহলে এই প্রতিবেদনে রইল সেরা এবং লেটেস্ট কিছু বিকল্পের হদিশ। এখানে আমরা Amazon-এ উপলব্ধ তিন-তিনটি স্মার্টফোনের কথা বলব যেগুলির ডিসপ্লে, প্রসেসর থেকে ক্যামেরা – সবকিছুই দুর্দান্ত।

কম বাজেটে সেরা এই ৩টি Smartphone, Amazon-এ সস্তায় পাবেন

১. Realme Narzo 70 5G: বাজেট ১৫,০০০ টাকা হলে এই মোবাইল ফোনটি নিতে পারেন। এটি ডিসকাউন্ট প্রাইসে ১৫,৯৯৯ টাকায় বা তারও কমে পাওয়া যেতে পারে।

স্মার্টফোনটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি IP54 রেটিংপ্রাপ্ত।

২. OnePlus Nord CE 3 5G: এই ফোনটি ডিসকাউন্ট প্রাইসে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে।

ফিচার বলতে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স প্রাইমারি রিয়ার ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

৩. Tecno Pova 6 Pro 5G: বেশি টাকা খরচ না করে ভরপুর ফিচার পেতে চাইলে এটি সেরা বিকল্প, মূল্য ১৯,৯৯৯ টাকা।

এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম (১২ জিবি ইন-বিল্ট + ৮ জিবি ভার্চুয়াল), ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল Hi-res ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলের এলইডি লাইট এর অন্যতম আকর্ষণ।

প্রসঙ্গত, এই ফোনগুলি কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্ক অফার, ইএমআই স্কিম এবং মোটা টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে।