Categories: Mobiles

এই সময় নতুন ফোন কিনবেন? 20000 টাকা বাজেটে আছে 4টি সেরা বিকল্প, মিলবে 8GB র‍্যাম

উৎসবের মরসুম উপলক্ষে এখন অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন মার্কেট সমস্ত জায়গাতেই স্পেশাল অফার পাওয়া যাচ্ছে। এই কারণে অধিকাংশই এখন বিভিন্ন প্রয়োজনীয় বা পছন্দের প্রোডাক্ট ঝপাঝপ্ কিনে ফেলছেন – বিশেষ করে পুজোর মুখে স্মার্টফোন কেনার হিড়িক বেশ বেশি! তবে শুধু ডিসকাউন্ট দেখে উৎসাহিত হয়ে নতুন ফোন কিনে ফেলাটাই এখনকার দিনে বুদ্ধিমানের কাজ নয়, বরঞ্চ হ্যান্ডসেট কেনার সময় কিছু মৌলিক বিষয় মাথায় রাখা উচিত যার মধ্যে একটি হল র‍্যাম (RAM)। আসলে যতদিন যাচ্ছে, ততই স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপের সংখ্যা বাড়ছে। হরেক কিসিমের অ্যাপ্লিকেশন ব্যবহার না করে অনেকেরই দিন চলেনা। এদিকে যেকোনো অ্যাপের জন্যই র‍্যাম অত্যন্ত প্রয়োজনীয় – ফোনে বেশি র‍্যাম না থাকলে এবং গাদাগুচ্ছের অ্যাপ ইনস্টল থাকলে তা স্লো হয়ে যেতে পারে। তাই এই সময়ে দাঁড়িয়ে কমপক্ষে ৮ জিবি র‌্যামসহ ফোন কেনা উচিত (ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট ছাড়াই)। সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য আজ আমরা এমনই মানে ৮ জিবি র‍্যামওয়ালা সেরা স্মার্টফোনগুলির একটি তালিকা নিয়ে এসেছি, যেগুলি Amazon এবং Flipkart-এর সেলে ২০ হাজার টাকার কমে কেনার জন্য উপলব্ধ।

২০,০০০ টাকার কমে এই ফোনগুলি সেরা, পাবেন বেশি র‍্যাম

১. Oppo A78: বর্তমানে এর দাম ১৮,৯৯৯ টাকা।

এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে ৬.৬ ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার পাবেন।

২. Vivo Y56: এর মূল্য ১৮,৯৯৯ টাকা।

এতেও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। সাথে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৩ সফ্টওয়্যার ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার সেটআপ।

৩. Redmi Note 12 5G: এর দাম ১৯,৪৯৯ টাকা পরবে।

ফোনটিতে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান।

৪. Samsung Galaxy A14 5G: এর এখন দাম পড়বে ১৯,৯৯৯ টাকা।

এই ফোনে ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago