বাজেটের মধ্যে 6000mAh ব্যাটারি, Samsung, Vivo, Redmi -র এই ফোনগুলি হবে আপনার প্রথম পছন্দ

২০২২ সাল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। কেননা চলতি বছরে ভারতে চালু হয়েছে ৫তম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্ক বা 5G। একই সাথে গত দু’বছরের মধ্যে চলতি বছরে সর্বাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। এক্ষেত্রে 5G কানেক্টিভিটির পাশাপাশি একগুচ্ছ 4G-এনাবল মডেলও আত্মপ্রকাশ করেছে। আর বেশিরভাগ ফোনেই রয়েছে শক্তিশালী ব্যাটারি। আজ্ঞে হ্যাঁ! চলতি বছরে Samsung, Vivo, Realme, Xiaomi এবং IQOO-র দামী বা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলি ৬,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি সহ এসেছে। সাথে – উন্নত ডিসপ্লে ফিচার, অ্যাডভান্স চিপসেট, ভালো ক্যামেরা ইউনিট রয়েছে। আবার অনেক মডেলে পাওয়া যাবে লেটেস্ট র‌্যাম এক্সপেনশন প্রযুক্তি। এক কথায়, বাজেট যেমনই হোক না কেন, এবছর লঞ্চ হওয়া প্রায় প্রতিটি ফোনই ফিচারে ঠাসা। এই প্রতিবেদনে আমরা এমনই কিছু ফোন নিয়ে আলোচনা করবো।

২০২২ সালে শক্তিশালী ব্যাটারি সহ আসা স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy F13 :

ডুয়েল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। ফোনটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর এবং এআরএম মালি জি৫২ জিপিইউ সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। এই ফোনে র‍্যাম প্লাস ফিচার সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ফটোগ্রাফির জন্য, উক্ত মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর নিরাপত্তার জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

Vivo T1 5G :

ভিভো টি১ ৫জি ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি রিভার্স চার্জিংও সাপোর্ট করে। তদুপরি এটি ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ইন-সেল ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (FunTouch OS 12) কাস্টম স্কিন দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য আলোচ্য মডেলের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর ভিভো টি১ ৫জি -এর সামনে দেখা যাবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Xiaomi Redmi Note 10 :

রেডমি নোট ১০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি। এতে ৬.৪৩-ইঞ্চির (১০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য আলোচ্য ডিভাইসে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর উপস্থিত। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ উপলব্ধ। ছবি তোলার জন্য রেডমির এই হ্যান্ডসেটে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

iQOO Z6 4G :

আইকো জেড৬ ৪জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৪৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ৪জি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করে। এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য আইকো আনীত এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। আর ডিসপ্লের উপরিভাগে দেখা যাবে এফ/২.০ অ্যাপারচার লেন্স সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নিরাপত্তার জন্য এতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Realme Narzo 50A Prime :

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এতে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে অক্টা কোর ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি মনোক্রোম পোট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো শ্যুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আর সিকিউরিটির জন্য রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।