Samsung এর সবচেয়ে অত্যাধুনিক ফোনের ক্যামেরা কেমন হবে? অবাক করে প্রকাশ্যে তথ্য

স্যামসাং (Samsung) প্রতিবারের মতো আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই তাদের ফ্ল্যাগশিপ S24 সিরিজের অধীনে Galaxy S24, Galaxy S24 Plus এবং Galaxy S24 Ultra লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, চলতি বছর লঞ্চ হওয়া Galaxy S23 Ultra ফোনটি স্যামসাংয়ের প্রথম ফোন, যা ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে এসেছে। তাহলে কি উত্তরসূরি Galaxy S24 Ultra-র ক্যামেরা বিভাগেও কি বড় কোনও চমক দেখা যাবে? স্মার্টফোনটির ফাঁস হওয়া ক্যামেরা স্পেসিফিকেশনগুলি এবার সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছে।

Samsung Galaxy S24 Ultra: ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কোরিয়ান সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-র মতো এস২৪ আল্ট্রাতে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি২ প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৬৪ আল্ট্রা-ওয়াইড লেন্স + ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৪ টেলিফটো সেন্সর থাকতে চলেছে। তবে, এস২৪ আল্ট্রা-তে ১০x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের আইএমএক্স৭৫৪+ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সামান্য মডিফায়েড ভার্সন থাকবে বলে জানা গেছে।

সুতরাং, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-র ক্যামেরায় সেটাই একমাত্র উচ্চস্তরের আপগ্রেড হওয়ার সম্ভাবনা। আবার ক্যামেরা পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পিছনে সফ্টওয়্যার এবং প্রসেসিং ক্ষমতার আপগ্রেড ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছ।

এছাড়াও, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-র পিছনে একটি এলইডি ফ্ল্যাশ এবং লেজার অটোফোকাস যুক্ত থাকবে বলে জানা গেছে। টিপস্টার সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি। তবে, এটি সম্ভবত ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেযা অফার করবে, যা পূর্বসূরি গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-তে ব্যবহার করা হয়েছিল। উল্লেখ্য, আপকামিং গ্যালাক্সি এস২৪ সিরিজের অন্য দুই মডেল, গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে কোয়ালকম (Qualcomm) চলতি বছরের অক্টোবর মাসে Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করবে বলে অনুমান।। Samsung Galaxy S24 সিরিজের ফোনগুলিতে যার ওভারক্লকড ভার্সন ব্যবহার করা হতে পারে। এশিয়া এবং উত্তর আমেরিকায় S24 লাইনআপে স্ন্যাপড্রাগন চিপ থাকলেও, ইউরোপে কোম্পানি তাদের নিজস্ব এক্সিনস ২৪০০ প্রসেসরের সাথে লঞ্চ করতে পারে।