ক্যামেরায় সেরা, ২০ হাজার টাকার কমে OnePlus, Samsung, Redmi-র ফোনগুলি দেখে নিন

আমাদের আজকের এই প্রতিবেদন সম্পূর্ণভাবে সেইসকল স্মার্টফোন ক্রেতাদের জন্য, যারা DSLR এর মতো ক্যামেরা কোয়ালিটি চান তাদের হ্যান্ডসেটে। এক্ষেত্রে ভারতের বাজারে এমন অনেক ‘ক্যামেরা ফোকাসড’ স্মার্টফোন বিদ্যমান আছে, যেগুলি উৎকর্ষমানের ছবি তোলার পাশাপাশি একাধিক ক্যামেরা মোড তথা ফিচারের সাথে আসে। তবে বিকল্প একাধিক থাকায় বিভ্রান্তি দেখা দেওয়ার সম্ভাবনাও প্রবল। তাই আজ আমরা বাছাই করা ৫টি সেরা ক্যামেরা-কেন্দ্রিক ফোনের হদিশ নিয়ে চলে এসেছি। এই তালিকায় – Samsung Galaxy F23 5G, realme narzo 50 5G, Tecno Camon 19 Pro Mondrian 4G, OnePlus Nord CE 2 Lite 5G এবং Redmi Note 11 Pro + 5G সামিল আছে।
উল্লেখিত প্রত্যেকটি মডেলে – FHD+ ডিসপ্লে প্যানেল, ১০৮ মেগাপিক্সেল রেজোলিউশন পর্যন্ত মুখ্য সেন্সর যুক্ত ডুয়েল বা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আরো অনেক উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। সর্বোপরি এদের দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। চলুন ২০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা ক্যামেরা বিভাগের এই ৫টি স্মার্টফোনের দাম ও ফিচার দেখে নেওয়া যাক।

২০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা ক্যামেরার স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy F23 5G (Aqua Blue, 128 GB) (6 GB RAM) : ১৬,৫২৯ টাকা (৩১% বা ৭,৪৭০ টাকা ডিসকাউন্ট)

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য উক্ত মডেলে – ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত আছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে।

বিশেষত্ব :

• স্লিম এবং স্লিক ডিজাইন
• ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল
• ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট

Realme Narzo 50 5G (Hyper Blue, 6GB RAM+128GB Storage) : ১৭,৯৯৯ টাকা (১০% বা ২,০০০ টাকা ডিসকাউন্ট)

ডুয়েল-সিমের (ন্যানো) রিয়েলমি নারজো ৫০ ৫জি স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০৮x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬০০ নিট পিক স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য উক্ত ডিভাইসটি, ইন্টিগ্রেটেড এআরএম মালি-জি৫৭ এমসি২ (ARM Mali-G57 MC2) জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ অক্টা-কোর চিপসেট সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিন চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল-LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম পোর্ট্রেট সেন্সর৷ আবার, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা একটি ফাইভ-পিস এফ/২.০ লেন্সের সাথে সংযুক্ত। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য নারজো সিরিজের এই ৫জি-এনাবল স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

বিশেষত্ব :

• ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা
• ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আল্ট্রা স্মুথ ডিসপ্লে
• ৩৩ ওয়াট ডার্ট চার্জিং টেকনোলজি

Tecno Camon 19 Pro Mondrian (8GB RAM,128GB Storage) : ১৭,৯৯৯ টাকা (২৮% বা ৭,০০০ টাকা ডিসকাউন্ট)

টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। বিশেষ ধরনের এই প্যানেলটি অত্যাধুনিক পলিক্রোম্যাটিক ফটোইসোমার (Polychromatic Photoisomer) প্রযুক্তি দ্বারা নির্মিত। উক্ত ফোনে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৪.২৬% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই ডিসপ্লে ওয়াইডভাইন এল১ (Widevine L1) সাপোর্ট অফার করে, যা ব্যবহারকারীদের ১,০৮০ পিক্সেল রেজোলিউশনের সাথে ওটিটি (OTT) কন্টেন্ট স্ট্রিম করতে দেবে এবং কম ব্লু লাইট নির্গমনের জন্য এই টেকনো ফোনের ডিসপ্লেটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) প্রত্যয়িত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি মেমরি ফিউশন প্রযুক্তি সহ এসেছে, যার দরুন এর র‌্যাম ক্ষমতা ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য, উক্ত হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ+ (জি+পি) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর। রিয়ার ক্যামেরাগুলি – চেঞ্জিং স্কাই, সাইবারপাঙ্ক এবং ড্রিমি-এর মতো বিভিন্ন ফিল্টার এবং ক্যামেরা মোড সাপোর্ট করে। আর সেলফির জন্য ডিভাইসে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

বিশেষত্ব :

• কালার চেঞ্জিং ব্যাক প্যানেল
• ১২০ হার্টজ হাই-স্ক্রিন রিফ্রেশ রেট
• ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
• মেমরি ফিউশন প্রযুক্তি

OnePlus Nord CE 2 Lite 5G (Black Dusk, 6GB RAM, 128GB Storage) : ১৮,৯৯৯ টাকা (৫% বা ১,০০০ টাকা ডিসকাউন্ট)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

বিশেষত্ব :

• ডার্ক মোড ফিচার
• ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট
• ৫,০০০ এমএএইচের দীর্ঘস্থায়ী ব্যাটারি

Redmi Note 11 Pro + 5G (Mirage Blue, 6GB RAM, 128GB Storage) : ১৯,৯৯৯ টাকা (২০% বা ৫,০০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি নোট ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইল, যার কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আর ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। তদুপরি পারফরম্যান্সের জন্য আলোচ্য হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি -এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

বিশেষত্ব :

• প্রিমিয়াম লুক এবং ডিজাইন
• ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা
• ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং