এই ৫টি Smartphone-এ পাবেন সেরা ক্যামেরা, সাথে আরও শক্তিশালী ফিচার, জেনে নিন দাম

হাতের মুঠোয় স্মার্টফোন থাকার কারণে বর্তমানে কম-বেশি সবাই ফটোগ্রাফার! সেক্ষেত্রে আপনি যদিছবি তুলতে ভালবাসেন এবং মোবাইল ফটোগ্রাফির জন্য একটি দুর্দান্ত ক্যামেরাবিশিষ্ট শৌখিন ফোন কিনতে চান,…

হাতের মুঠোয় স্মার্টফোন থাকার কারণে বর্তমানে কম-বেশি সবাই ফটোগ্রাফার! সেক্ষেত্রে আপনি যদি
ছবি তুলতে ভালবাসেন এবং মোবাইল ফটোগ্রাফির জন্য একটি দুর্দান্ত ক্যামেরাবিশিষ্ট শৌখিন ফোন কিনতে চান, তাহলে কিন্তু বাজারে অনেকগুলিই বিকল্প পাবেন। আসলে এখন বেশিরভাগ মোবাইল কোম্পানিই ক্রেতাদের আকর্ষিত করতে তাদের স্মার্টফোনে সেরা ক্যামেরা লেন্স এবং ফিচার দেওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় কোন মডেল ছেড়ে কোনটি কেনা ঠিক হবে, তা বুঝে ওঠা সহজ কাজ নয়। তবে বিভ্রান্তির প্রয়োজন নেই, কারণ এই প্রতিবেদনে আমরা Samsung, Vivo-র মতো ব্র্যান্ডের সেরা ৫টি ক্যামেরা ফোন সম্পর্কে কথা বলব।

ফটোগ্রাফির জন্য সেরা এই ৫টি ফোন, দেখুন তালিকা

১. Samsung Galaxy S23 Ultra: ফটোগ্রাফির জন্য এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে আছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার।

স্যামসাংয়ের এই লেটেস্ট প্রিমিয়াম ফোনটির প্রাথমিক দাম ১,২৪,৯৯৯ টাকা।

২. Vivo X90 Pro: এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে এতে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর এবং ৪,৮৭০ এমএএইচ ব্যাটারিও দেখা যাবে।

ফোনটির কেনার খরচ ৮৪,৯৯৯ টাকা।

৩. Xiaomi 13 Pro: এতে কোম্পানি লেইকা প্রফেশনাল (Leica Professional)-এর সহযোগিতায় নির্মিত ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দিচ্ছে। আবার ফোনটি অফার করবে ৬.৭৩ ইঞ্চি ২কে (2K) অ্যামোলেড, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৮২০ এমএএইচ ব্যাটারি, এলপিডিডিআর৫এক্স (LPDDR5x) র‌্যামও।

৭৯,৯৯৯ টাকায় এটি কেনা যাবে।

৪. Oppo 10 Pro Plus: ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। এছাড়া এটি ৬.৭৪ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

এই ফোনের দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

৫. Vivo V27 Pro: এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ইত্যাদি ফিচার মিলবে।

এর প্রারম্ভিক মূল্য ৩২,৯৯৯ টাকা।