Categories: Mobiles

এই ৫টি Smartphone-এ পাবেন সেরা ক্যামেরা, সাথে আরও শক্তিশালী ফিচার, জেনে নিন দাম

হাতের মুঠোয় স্মার্টফোন থাকার কারণে বর্তমানে কম-বেশি সবাই ফটোগ্রাফার! সেক্ষেত্রে আপনি যদি
ছবি তুলতে ভালবাসেন এবং মোবাইল ফটোগ্রাফির জন্য একটি দুর্দান্ত ক্যামেরাবিশিষ্ট শৌখিন ফোন কিনতে চান, তাহলে কিন্তু বাজারে অনেকগুলিই বিকল্প পাবেন। আসলে এখন বেশিরভাগ মোবাইল কোম্পানিই ক্রেতাদের আকর্ষিত করতে তাদের স্মার্টফোনে সেরা ক্যামেরা লেন্স এবং ফিচার দেওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় কোন মডেল ছেড়ে কোনটি কেনা ঠিক হবে, তা বুঝে ওঠা সহজ কাজ নয়। তবে বিভ্রান্তির প্রয়োজন নেই, কারণ এই প্রতিবেদনে আমরা Samsung, Vivo-র মতো ব্র্যান্ডের সেরা ৫টি ক্যামেরা ফোন সম্পর্কে কথা বলব।

ফটোগ্রাফির জন্য সেরা এই ৫টি ফোন, দেখুন তালিকা

১. Samsung Galaxy S23 Ultra: ফটোগ্রাফির জন্য এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে আছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার।

স্যামসাংয়ের এই লেটেস্ট প্রিমিয়াম ফোনটির প্রাথমিক দাম ১,২৪,৯৯৯ টাকা।

২. Vivo X90 Pro: এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে এতে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর এবং ৪,৮৭০ এমএএইচ ব্যাটারিও দেখা যাবে।

ফোনটির কেনার খরচ ৮৪,৯৯৯ টাকা।

৩. Xiaomi 13 Pro: এতে কোম্পানি লেইকা প্রফেশনাল (Leica Professional)-এর সহযোগিতায় নির্মিত ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দিচ্ছে। আবার ফোনটি অফার করবে ৬.৭৩ ইঞ্চি ২কে (2K) অ্যামোলেড, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৮২০ এমএএইচ ব্যাটারি, এলপিডিডিআর৫এক্স (LPDDR5x) র‌্যামও।

৭৯,৯৯৯ টাকায় এটি কেনা যাবে।

৪. Oppo 10 Pro Plus: ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। এছাড়া এটি ৬.৭৪ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

এই ফোনের দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

৫. Vivo V27 Pro: এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ইত্যাদি ফিচার মিলবে।

এর প্রারম্ভিক মূল্য ৩২,৯৯৯ টাকা।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago